দিনহাটা, 28 ফেব্রুয়ারি:কোচবিহার সফরে এসে উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী তথা দিনহাটার বিধায়ক উদয়ন গুহকে তীব্র কটাক্ষ করলেন রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার ৷ হুঁশিয়ারির সুরে মঙ্গলবার দিনহাটায় তিনি বলেন, "সব ক্রিয়ার সমান ও বিপরীতমুখী প্রতিক্রিয়া আছে ৷ নিউটনের এই সূত্র হয় তিনি পড়েননি কিংবা পড়লেও ভুলে গিয়েছেন ৷ সময় আসলে আমরা ওনাকে তা মনে করিয়ে দেব ৷"
উল্লেখ্য, গত শনিবার কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিকের সফরের সময় উত্তপ্ত হয়ে উঠেছিল দিনহাটার বুড়ির হাট এলাকা ৷ ভেঙে দেওয়া হয় নিশীথের গাড়ির কাঁচ ৷ প্রাণনাশের উদ্দেশে তাঁকে লক্ষ করে বোমা-গুলি ছোড়া হয় বলে তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ৷ তৃণমূল-বিজেপি সংঘর্ষে সেদিন কার্যত রণক্ষেত্রের পরিস্থিতি তৈরি হয় দিনহাটার ওই অংশে ৷ এদিন আক্রান্ত কর্মীদের বাড়িতে যান বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার ৷ তাঁর সঙ্গে ছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিক, বিধায়ক মিহির গোস্বামী প্রমুখ (Sukanta Majumdar in Dinhata) ৷
তৃণমূল নেতা-কর্মীদের উদ্দেশে সুকান্ত মজুমদার বলেন, "এখনও সময় আছে শুধরে যান । না-হলে এমন ব্যবস্থা করব, পালাবার সময় পাবেন না ।" আইন-শৃঙ্খলা প্রশ্নে রাজ্যে 356 ধারা জারি প্রসঙ্গে সুকান্ত এদিন জানান, কেন্দ্র নিয়ম মেনে চলে ৷ বিজেপি সাংগঠনিক ভাবে এর জবাব দেবে, গণতান্ত্রিক উপায়ে তৃণমূলকে ক্ষমতা থেকে সরানো হবে ৷