দিনহাটা, 28 জুলাই: কলেজে নকল করতে বাধা দেওয়ায় অধ্যাপকদের হেনস্থা করা হয়েছিল বলে অভিযোগ ৷ তারই প্রতিবাদে বৃহস্পতিবার বিকেলে দিনহাটা কলেজের সামনে পথ অবরোধ করলেন অধ্যাপক-অধ্যাপিকারা । অবরোধের জেরে দিনহাটা-কোচবিহার রুটে যান চলাচল ব্যাহত হয় । খবর পেয়ে ঘটনাস্থলে আসে দিনহাটা থানার পুলিশ।
জানা গিয়েছে, পঞ্চা দিনহাটা কলেজে পরীক্ষা চলছে । পরীক্ষা চলাকালীন বেশ কিছু ছাত্র নকল করার চেষ্টা চালাচ্ছিল । পরীক্ষা হলে কর্তব্যরত শিক্ষকেরা বাধা দিলে বহিরাগতদের নিয়ে এসে কর্তব্যরত শিক্ষকদের হেনস্থা করা হয় বলে অভিযোগ । এরপর কলেজের সিসিটিভিও ভাঙচুর করা হয় বলে অভিযোগ । অধ্যাপকদের দেখে নেওয়ার হুমকি পর্যন্ত দেওয়া হয় । এরপরই উত্তেজনা ছড়ায় কলেজ চত্বরে ।
এই ঘটনায় কলেজ অধ্যক্ষ আবদুল আওলাল-সহ কলেজের সমস্ত অধ্যাপক-অধ্যাপিকারা পথ অবরোধে সামিল হন । গোটা ঘটনায় উত্তেজনা ছড়িয়ে পড়ে এলাকায় । দিনহাটা কলেজের অধ্যাপিকা হিমানি পারভিন বলেন, "মাঝে মধ্যেই ওরা শিক্ষক-শিক্ষিকাদের হুমকি দেয় । গত সেমিস্টার চলাকালীনও এক শিক্ষককে মারধর করা হয়েছে । গতকালও একজনকে হেনস্থা করা হয় । এরপর এদিন একাধিক অধ্যাপক-অধ্যাপিকাকে হেনস্থা করা হয় । সবমিলিয়ে আমরা নিরাপত্তাহীনতায় ভুগছি ।"