কোচবিহার, 2 জুলাই: করোনা প্যানডেমিক এবং কড়া বিধিনিষেধের জন্য সাধারণ মানুষের অর্থনৈতিক অবস্থা শোচনীয় । একই অবস্থা অভিভাবকদের । এবার কলেজের পরীক্ষার ফি মুকুবের দাবিতে আন্দোলনে নামলেন ছাত্র-ছাত্রীরা । শুক্রবার কোচবিহারের পঞ্চানন বর্মা বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রারের অফিসের সামনে 'স্টুডেন্ট স্ট্রাগল কমিটি' নামে ছাত্র-ছাত্রীদের একটি সংগঠনের পক্ষ থেকে রেজিস্ট্রারকে ঘেরাও করে বিক্ষোভ দেখানো হয় ।
ছাত্রছাত্রীদের অভিযোগ, করোনা প্যানডেমিক এবং কড়া বিধি-নিষেধের জন্য এখনও সরকারি বিধিনিষেধ রয়েছে । এতে মানুষের রোজগার কমে গিয়েছে । অনেকেই চাকরি হারিয়েছেন । প্রত্যেকটি পরিবার আর্থিক সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছে । এই অবস্থায় পঞ্চানন বর্মা বিশ্ববিদ্যালয়ের অধীনে থাকা কলেজগুলিতে যাতে পরীক্ষার ফি না নেওয়া হয় তার দাবিতেই পড়ুয়াদের এই আন্দোলন । দাবি না মানা পর্যন্ত এই আন্দোলন চালিয়ে যাবেন বলেও ছাত্র-ছাত্রীদের পক্ষ থেকে হুমকি দেওয়া হয় । খবর পেয়ে কোতয়ালি থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছায় । আন্দোলন প্রসঙ্গে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার আব্দুল কাদের সাফেলি বলেন, "ছাত্র-ছাত্রীদের দাবি খতিয়ে দেখা হবে ।"