পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

ভুলে ভরা তালিকা, রবীন্দ্রনাথ-পুত্র হয়ে গেলেন জেলা পরিষদের BJP সদস্য !

গতকাল জেলা পরিষদ সদস্যদের নিয়ে বৈঠক করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । জেলা পরিষদ সদস্যদের যে তালিকা পাঠানো হয়েছিল তা ছিল ভুলে ভরা ।

পঙ্কজ ঘোষ

By

Published : Jul 23, 2019, 4:07 AM IST

Updated : Jul 23, 2019, 2:06 PM IST

কোচবিহার, 23 জুলাই : উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষের পুত্র পঙ্কজ ঘোষ জেলা পরিষদে জয়ী BJP সদস্য ! হ্যাঁ, এই ভুল তথ্যই পৌঁছাল মুখ্যমন্ত্রীর কাছে । শুধু পঙ্কজ নয়, আরও 19 জন জয়ী সদস্যের রাজনৈতিক পরিচয় ভুল দেওয়া ছিল । পরে অবশ্য, রবীন্দ্রনাথ ঘোষের হস্তক্ষেপে সমস্যা মেটে ।

গতকাল জেলা পরিষদ সদস্যদের নিয়ে বৈঠক করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । জেলা পরিষদ সদস্যদের যে তালিকা পাঠানো হয়েছিল তা ছিল ভুলে ভরা । কোচবিহার জেলা পরিষদে 29টি আসনেই জয়ী হয়েছে তৃণমূল । কিন্তু, তালিকা অনুযায়ী, 20 জন সদস্য অন্যান্য দলের । যা নিয়ে শুরু হয় বিতর্ক । বৈঠকে যাওয়ার আগে তা দেখেন জেলা পরিষদ সদস্যরা । সঙ্গে সঙ্গে কোচবিহার জেলা পরিষদের এগজ়িকিউটিভ অফিসারকে ফোন করেন রবীন্দ্রনাথবাবু ও জেলা পরিষদের সভাধিপতি উমাকান্ত বর্মণ ।

কোচবিহার জেলা পরিষদের বন ও ভূমি কর্মাধ্যক্ষ নুর আলম হোসেন বলেন, "আমি তৃণমূলের টিকিটে জয়ী হয়েছি । অথচ আমার নামের পাশে লেখা SUCI । শুধু আমার নয়, 20 জনের এরকম হয়েছে ।" নিজের নামের পাশে BJP-র প্রতীক দেখে অবাক পঙ্কজ । বলেন, "প্রথমদিন থেকে তৃণমূল করি । তৃণমূলের হয়ে জিতলাম । আর আমি নাকি হয়ে গেলাম BJP সদস্য !"

রাজ্যের মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ বলেন, "কেন এধরনের ঘটনা ঘটল জানি না । বিষয়টি জেলা প্রশাসনকে জানানো হয়েছে ।"

এবিষয়ে মুখ খুলতে রাজি হয়নি কোচবিহার জেলা BJP নেতৃত্ব ।

Last Updated : Jul 23, 2019, 2:06 PM IST

ABOUT THE AUTHOR

...view details