পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

জলমগ্ন কোচবিহারের 18টি গ্রাম, বন্যার কবলে প্রায় 30,000 - heavy rain in coochbehar

লাগাতার বৃষ্টিতে জলমগ্ন কোচবিহারের তুফানগঞ্জ-1 নম্বর ব্লকের 14টি ও তুফানগঞ্জ 2 নম্বর ব্লকের 4টি গ্রাম ৷ জলবন্দী প্রায় 30 হাজারেরও বেশি মানুষ । প্রশাসনের তরফে ২৮টি ত্রাণ শিবিরে স্থানীয় বাসিন্দাদের সরিয়ে নিয়ে আসা হচ্ছে ৷

ফাইল ফোটো

By

Published : Jul 24, 2019, 11:05 PM IST

Updated : Jul 24, 2019, 11:49 PM IST

কোচবিহার, 24 জুলাই : কয়েকদিন ধরে লাগাতার বৃষ্টিতে জলমগ্ন কোচবিহারের বেশ কয়েকটি জায়গা ৷ ইতিমধ্যেই রায়ডাক, সংকোষ ও কালজানি নদীর জল ঢুকে তুফানগঞ্জ-1 নম্বর ব্লকের 14টি ও তুফানগঞ্জ 2 নম্বর ব্লকের 4টি গ্রাম প্লাবিত ৷ জলবন্দী প্রায় 30 হাজারেরও বেশি মানুষ । প্রশাসনের তরফে ত্রাণ শিবিরগুলিতে লোকজন সরিয়ে নিয়ে আসার কাজ শুরু হয়েছে ।

নৌকোয় বওয়া হচ্ছে মালপত্র

লাগাতার বৃষ্টিতে নদীর জলস্তর বাড়তে শুরু করেছে । এর জেরে রায়ডাকে লাল সর্তকতা জারি করা হয়েছে । মানসাই নদীতে জারি করা হয়েছে হলুদ সতর্কবার্তা । প্রশাসনের তরফে ২৮টি ত্রাণ শিবিরে স্থানীয় বাসিন্দাদের সরিয়ে নিয়ে আসা হচ্ছে ৷ ত্রাণ শিবিরগুলিতে 8 হাজারের বেশি মানুষ থাকার ব্যবস্থা করা হয়েছে । পাশাপাশি জলস্তর বেড়েছে তোর্ষাতেও । কোচবিহার শহরের ১৮ নম্বর ওয়ার্ডের অনেক বাড়িতে জল ঢুকে গেছে । যদিও কয়েকটি এলাকায় পর্যাপ্ত ত্রাণ না মেলায় ক্ষোভপ্রকাশ করেছেন বাসিন্দারা ৷

দেখুন ভিডিয়ো

এই বিষয়ে, কোচবিহারের জেলাশাসক কৌশিক সাহা বলেন, "আমরা পরিস্থিতির দিকে নজর রাখছি ।"

Last Updated : Jul 24, 2019, 11:49 PM IST

ABOUT THE AUTHOR

...view details