পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Cooch Behar TMC: কোচবিহার তৃণমূলে নবীন-প্রবীণ দ্বৈরথ, রবীন্দ্রনাথের সোশাল মিডিয়া পোস্টের পালটা দিলেন ভাইপো পার্থপ্রতিম

প্রবীণ তৃণমূলীরা (TMC) ভালো নেই, একথা উল্লেখ করে সোশাল মিডিয়ায় পোস্ট করেছিলেন প্রাক্তন মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ (Rabindranath Ghosh) ৷ আর তার পালটা (Social Media Duel) পোস্টে, ‘বিলম্বিত বোধদয়’ লিখলেন পার্থপ্রতিম রায় (Partha Pratim Ray) ৷ যা নিয়ে শোরগোল কোচবিহারের রাজনীতিতে ৷

social-media-duel-between-rabindranath-ghosh-and-partha-pratim-ray
social-media-duel-between-rabindranath-ghosh-and-partha-pratim-ray

By

Published : Dec 6, 2022, 3:56 PM IST

Updated : Dec 6, 2022, 7:18 PM IST

কোচবিহার, 6 ডিসেম্বর: এবার সোশাল মিডিয়ায় কাকা-ভাইপোর লড়াই (Social Media Duel)! অর্থাৎ, রবীন্দ্রনাথ ঘোষ (Rabindranath Ghosh) বনাম পার্থপ্রতিম রায় (Partha Pratim Ray) ! মঙ্গলবার সকালে রাজ্যের প্রাক্তন মন্ত্রী তথা কোচবিহার পৌরসভার চেয়ারম্যান রবীন্দ্রনাথ ঘোষ একটি পোস্ট করেন ৷ সেখানে তিনি লেখেন, "দলের পুরনো কর্মীরা ভালো নেই ৷" সেই পোস্টের কিছুক্ষণ পরেই পালটা একটি পোস্ট করেন কোচবিহার জেলা তৃণমূলের প্রাক্তন সভাপতি তথা এনবিএসটিসি চেয়ারম্যান পার্থপ্রতিম রায় ৷ সেখানে তিনি লেখেন, "বিলম্বিত বোধদয় । বিশ্বকাপ ফুটবল। আর ক্রিকেট বিশ্ব ৷" এই পোস্ট আর পালটা পোস্টকে কেন্দ্র করে জোর চাপানউতোর শুরু হয়েছে কোচবিহার তৃণমূলের অন্দরে ৷ যদিও কিছুক্ষণ পরেই পার্থপ্রতিম রায় তাঁর করা পোস্টটি পেজ থেকে মুছে দেন ৷

কোচবিহার জেলা তৃণমূলে (TMC) গোষ্ঠীকোন্দল দীর্ঘদিনের ৷ তৃণমূলের জন্মলগ্ন থেকেই কোচবিহার জেলা তৃণমূলের সভাপতির দায়িত্বে ছিলেন প্রাক্তন মন্ত্রী তথা কোচবিহার পৌরসভার চেয়ারম্যান রবীন্দ্রনাথ ঘোষ ৷ 1998 সাল থেকে 1019 সালের লোকসভা নির্বাচন পর্যন্ত তিনিই সভাপতির দায়িত্ব ছিলেন ৷ পরবর্তীতে লোকসভা নির্বাচনে তৃণমূলের ফল খারাপ হওয়ায় তাঁকে জেলা সভাপতির পদ থেকে সরিয়ে দেয় তৃণমূলের শীর্ষ নেতৃত্ব ৷

আর রবীন্দ্রনাথ ঘোষের হাত ধরে রাজনীতিতে প্রবেশ করা পার্থপ্রতিম রায়কে কোচবিহার জেলা তৃণমূলের সভাপতি করা হয় ৷ পরবর্তীতে রবীন্দ্রনাথ ঘোষের সুপারিশেই পার্থপ্রতিম লোকসভা উপনির্বাচনের টিকিটও পান এবং সাংসদ হন ৷ তবে শিষ্য ক্ষমতার শীর্ষে ওঠার পর থেকেই দু’জনের মধ্যে দ্বন্দ্ব শুরু হয়ে যায় ৷ ক্ষমতা দখলকে কেন্দ্র করে দুই নেতার বিরোধ চরমে ওঠে ৷ এরই মধ্যে মঙ্গলবার সকালে কোচবিহার জেলার তৃণমূলের প্রাক্তন সভাপতি রবীন্দ্রনাথ ঘোষ সোশাল মিডিয়া পোস্ট করেন, "দলের পুরনো কর্মীরা ভালো নেই ৷"

প্রবীণ তৃণমূলীদের নিয়ে রবীন্দ্রনাথ ঘোষের পোস্ট

রাজনৈতিক মহলের ধারণা, বর্তমানে কোচবিহার তৃণমূলের সভাপতি থেকে উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী সবকিছুতেই দাপট নব্য তৃণমূলীদের ৷ এছাড়া বিভিন্ন ব্লকে যে সভাপতিদের নাম ঘোষণা করা হয়েছে, সেখানেও নবাগতদের সংখ্যা বেশি ৷ সামনে পঞ্চায়েত নির্বাচন রয়েছে ৷ সেক্ষেত্রে টিকিট পাওয়া নিয়েও নব্য তৃণমূলীরা এগিয়ে বলেই মনে করছে রাজনৈতিক মহল ৷ এসব জল্পনার কারণেই হয়ত প্রবীণ তৃণমূল নেতা রবীন্দ্রনাথ ঘোষ সোশাল মিডিয়ায় এই পোস্ট করেন ৷

পার্থপ্রতিম রায়ের করা ফেসবুক পোস্ট

আরও পড়ুন:কোচবিহার বইমেলার ভেন্যু নিয়ে বিতর্ক শাসকের অন্দরে

কিন্তু, হঠাৎ কেন এই পোস্ট ? এ প্রসঙ্গে রবীন্দ্রনাথ ঘোষ বলেন, "আমার মনে হয়েছে ৷ তাই আমি লিখেছি ৷ সোশাল মিডিয়ায় যে কেউ, নিজের অভিমত প্রকাশ করতে পারেন ৷ আমিও তাই করেছি ৷ কিন্তু রবীন্দ্রনাথ ঘোষের এই পোস্টের পরপরই ভাইপো পার্থপ্রতিম রায়ের পালটা পোস্ট, "বিলম্বিত বোধোদয় ৷ বিশ্বকাপ ফুটবল ৷ ক্রিকেট বিশ্ব ৷" যা যথেষ্ট তাৎপর্যপূর্ণ ৷ যা নিয়ে রাজনৈতিক মহলের ধারণা, 'বিলম্বিত বোধোদয়' রবীন্দ্রনাথ ঘোষকে উদ্দেশ্য করেই বলা ৷ আর পরের শব্দ দু’টি প্রসঙ্গ ঘোরানোর জন্য ব্যবহার করেছেন পার্থপ্রতিম ৷ যদিও, পার্থপ্রতিমের বলেন, "ওটা বিশ্বকাপ ফুটবল নিয়ে লিখেছি ৷ যদিও, পরে দেখলাম লেখাটা ভালো হয়নি ৷ তাই ডিলিট করে দিয়েছি ৷"

Last Updated : Dec 6, 2022, 7:18 PM IST

ABOUT THE AUTHOR

...view details