পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

কোচবিহারে কোরোনায় আক্রান্ত আরও 6 - কোরোনা ভাইরাস

কোরোনা সংক্রমণ অব্যাহত কোচবিহারে৷ 5 পরিযায়ী শ্রমিকসহ আক্রান্ত 6 ৷

corona
কোরোনা

By

Published : Jun 5, 2020, 1:25 AM IST

কোচবিহার, 5 জুন : এবার কোরোনার থাবা কোচবিহার শহরে। কোরোনায় আক্রান্ত এক যুবক৷ তাঁকে হাসপাতালে ভরতি করা হয়েছে। ওই যুবকসহ গতকাল জেলায় আরও 6 জন কোরোনায় সংক্রমিত হয়েছেন। এনিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল 138। কোচবিহারের জেলাশাসক পবন কাদিয়ান বলেন, "বৃহস্পতিবার 6 জনের নমুনা পরীক্ষার রিপোর্ট পজ়িটিভ এসেছে।"

গতকাল যে 6 জনকে কোরোনা পজ়িটিভ পাওয়া গেছে তাঁদের মধ্যে 5 জন দিনহাটা মহকুমার বাসিন্দা। এঁরা পরিযায়ী শ্রমিক। বাকি একজন কোচবিহার শহরের বাসিন্দা‌ । ওই যুবক হোম কোয়ারানটিন থাকায় স্থানীয়দের মধ্যে চাঞ্চল্য ছড়ায়।

আক্রান্ত যুবকের এক আত্মীয় ক্যানসারের চিকিৎসা করিয়ে মুম্বই থেকে ফিরছিলেন। পথে বিহারের বেগুসড়াই এলাকায় ওই ক্যানসার আক্রান্তের মৃত্যু হয়। এরপর তাঁকে কোচবিহার মেডিকেলে নিয়ে আসা হলে মৃতের আত্মীয়রা তাঁকে দেখতে আসেন। পরে মৃত ও তাঁর সংস্পর্শে আসা প্রত‍্যেকের নমুনা পরীক্ষার জন্য পাঠানো হয়৷ প্রথমে মৃতের বাবা ও মা ও আজ ওই যুবকের রিপোর্ট পজ়িটিভ আসে। এদিকে এই ঘটনার পর জেলায় কনটেনমেন্ট জ়োনের সংখ্যা বেড়ে দাঁড়াল 103।

ABOUT THE AUTHOR

...view details