তুফানগঞ্জ, 11 ডিসেম্বর : দলীয় সভায় যোগ দিতে যাওয়ার পথে গতকালই গোষ্ঠী সংঘর্ষে প্রাণ হারিয়েছেন এক তৃণমূল নেতা ৷ তারপর থেকেই থমথমে কোচবিহারের তুফানগঞ্জের ফলিমারি এলাকা (Tufanganj Murder) ৷ নিহত কাশেম শেখের পরিজনরা শোকে স্তব্ধ ৷ অপ্রীতিকর ঘটনা এড়াতে এলাকায় বসেছে পুলিশ পিকেট ৷ নতুন করে সংঘর্ষের ঘটনা না ঘটলেও শুক্রবারের সংঘর্ষের পর ফলিমারির বহু পুরুষ গ্রামছাড়া ৷
শুক্রবার বিকেলে দুটি গোষ্ঠীর মধ্যে দফায় দফায় সংঘর্ষে রণক্ষেত্রের আকার ধারণ করে কোচবিহারের তুফানগঞ্জ বিধানসভার অন্তর্গত বক্সিরহাটের ফলিমারি গ্রাম পঞ্চায়েতের পূর্ব ফলিমারি এলাকা (tmc inner clash death at Tufanganj )। মূলত অঞ্চল সভাপতি খোকন সাহা এবং দুই পঞ্চায়েত ব্লক সভাপতি ধনেশ্বর বর্মনের গোষ্ঠীর মধ্যে এই সংঘর্ষ ঘটে ৷ দলের ফলিমারি অঞ্চল সভাপতি গোকুল সাহা বলেন, "বিভিন্ন বুথ কমিটির সভাপতিদের নিয়ে পার্টি অফিসে মিটিং ডাকা হয়েছিল । মিটিংয়ে যোগ দিতে আসার সময় দফায় দফায় বিজেপি থেকে তৃণমূলে আসা কিছু দুষ্কৃতী হামলা চালায় । হামলায় মৃত্যু হয়েছে কাশেম শেখ নামে এক তৃণমূল কর্মীর ৷" কোচবিহার জেলা তৃণমূল সভাপতি গিরীন্দ্রনাথ বর্মন বলেন, "খুবই দুঃখজনক ঘটনা । কেন এমনটা হল তা খতিয়ে দেখা হচ্ছে ।"