পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Family Clash: পরিবারিক বিবাদের জেরে বোমা-গুলি, আহত পথচলতি যুবক - Shot and Bombing due to Family Clash

পারিবারিক কলহের কোপে পথচলতি যুবক (Shot and Bombing in Sitalkuchi)৷ গুলিবিদ্ধ হয়ে হাসপাতালে ভর্তি ওই যুবক ৷

Etv Bharat
পারিবারিক বিবাদের জেরে শীতলকুচিতে গুলি

By

Published : Feb 2, 2023, 10:12 PM IST

কোচবিহার, 2 ফেব্রুয়ারি: পুরনো বিবাদের জেরে কোচবিহারের শীতলকুচিতে চলল গুলি (Shot and Bombing due to Family Clash)। আর সেই ঘটনায় গুলি লেগে আহত হলেন পথচলতি এক যুবক ৷ বৃহস্পতিবার ঘটনাটি ঘটে শীতলকুচির ছোট শালবাড়ির পেটলা নেপরা গ্রামে ৷ খবর পেয়ে ঘটনাস্থলে আসে শীতলকুচি থানার পুলিশ । গুরুতর আহত ওই যুবক বর্তমানে মাথাভাঙা মহকুমা হাসপাতালে ভর্তি ।

ঘটনার পরই এলাকায় টহলদারি শুরু করে পুলিশ । কী কারণে বোমাবাজি ও গুলির লড়াই তা জানতে জিজ্ঞাসাবাদ করা হয় ৷ জানা গিয়েছে, বৃহস্পতিবার বিকেলে 5-6 জনকে নিয়ে পাঠানটুলির করিম মিঞা তার খুড়তুতো ভাই রাসুল মিঞার বাড়িতে আচমকা হামলা চালায় । অভিযোগ, গোটা বাড়ি ঘিরে এলোপাথাড়ি বোমা ও গুলি করতে শুরু করে অভিযুক্তরা । ওই সময়ে বড়মরিচা থেকে শীতলকুচির দিকে আসছিলেন মহাবর মিঞা নামে এক যুবক । ওই যুবকের পায়ে আচমকা গুলি এসে লাগে । অনেকটা সময় ধরে চলে এই গুলির লড়াই । আহত ওই যুবককে তড়িঘড়ি শীতলকুচি ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে আসার পর থেকে মাথাভাঙায় রেফার করা হয় । এই ঘটনার পর সন্ধ্যা থেকেই গোটা গ্রাম নিস্তব্ধ হয়ে পড়ে । যদিও বিষয়টি কেউ প্রকাশ্যে মুখ খুলতে চাননি ।

তবে পুলিশের প্রাথমিক অনুমান, পারিবারিক বিবাদের জেরেই দু'পক্ষের মধ্যে বোমাবাজি ও গুলির লড়াই হয় । এই বিষয়ে শীতলকুচি থানার ওসি মৃত্যুঞ্জয় চক্রবর্তী বলেন, "এদিন কী নিয়ে ঝামেলা হয়েছে সেটা জানার চেষ্টা করছি । গুলি ও বোমাবাজি হয়েছে । কারা এর সঙ্গে জড়িত সেটাও জানার চেষ্টা চলছে । এলাকায় টহলদারি চলছে ।" কোচবিহারের অতিরিক্ত পুলিশ সুপার অমিত ভার্মা জানান, এদিন বিকাল 5টার দিকে শীতলকুচিতে একটি গুলি চালানোর ঘটনা ঘটে ।

আরও পড়ুন :জমি সংক্রান্ত বিবাদ, ভাইয়ের বৌকে ধারালো অস্ত্রের কোপ ভাসুরের

ABOUT THE AUTHOR

...view details