পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Pilgrims died by Electrocution: শিবমন্দিরে যাওয়ার পথে গাড়িতে শর্ট সার্কিট, মৃত 10 পুণ্যার্থী - Several Pilgrims died by Electrocution in Cooch Behar

গাড়িতে শর্ট সার্কিটের জেরে মৃত্যু হল 10 পুণ্যার্থীর । ঘটনাটি ঘটেছে কোচবিহারের চ্যাংড়াবান্ধায় (Several Pilgrims died by electrocution) ।

Pilgrims died by Electrocution
চ্যাংড়াবান্ধায় গাড়িতে শর্ট সার্কিট, মৃত 10 পুণ্যার্থী

By

Published : Aug 1, 2022, 6:31 AM IST

Updated : Aug 1, 2022, 7:07 AM IST

কোচবিহার, 1 অগস্ট:গাড়িতে শর্ট সার্কিটের জেরে মৃত্যু হল 10 পুণ্যার্থীর । রবিবার গভীর রাতে ঘটনাটি ঘটেছে কোচবিহারের চ্যাংড়াবান্ধায় । জানা গিয়েছে, শীতলকুচি থেকে প্রায় 25-30 জন পুণ্যার্থী একটি পিকআপ ভ্যানে করে জল্পেশের দিকে যাচ্ছিলেন (Several Pilgrims died by Electrocution)।

রাত প্রায় 12টা নাগাদ চ্যাংড়াবান্ধার ধরলা সেতু পার হওয়ার পর জেনারেটর থেকে সেই গাড়িতে শর্ট সার্কিট হয় বলে জানিয়েছেন কয়েকজন পুণ্যার্থী । এরপরই তাঁরা অসুস্থ হয়ে পড়েন । চালক অসুস্থদের চ্যাংড়াবান্ধা হাসপাতালে নিয়ে যান । সেখানে 10 জনকে মৃত বলে ঘোষণা করেন ডাক্তার । মৃতদের প্রত্যেকেরই বাড়ি শীতলকুচিতে । 16 জনকে জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে । খবর পেয়ে ঘটনাস্থলে আসে মেখলিগঞ্জ থানার পুলিশ ৷

চ্যাংড়াবান্ধায় গাড়িতে শর্ট সার্কিট, মৃত 10 পুণ্যার্থী

আরও পড়ুন : পরপর বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু, শহরের মৃত্যুফাঁদ রুখতে কড়া বার্তা নবান্নের

মাথাভাঙার অতিরিক্ত পুলিশ সুপার অমিত বর্মা জানান, গাড়িতে থাকা জেনারেটরটি দিয়ে ডিজে বক্স বাজানো হচ্ছিল । তা থেকেই কোনওভাবে শর্ট সার্কিট হয়েছে বলে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে । দুর্ঘটনার পর সকলকে চ্যাংড়াবান্ধা হাসপাতালে নিয়ে আসা হলে চিকিৎসক 10 জনকে মৃত ঘোষণা করেন । 16 জনকে জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে । গাড়িটিকে আটক করা হলেও চালক পলাতক । পুলিশ তদন্ত শুরু করেছে ।"

Last Updated : Aug 1, 2022, 7:07 AM IST

ABOUT THE AUTHOR

...view details