পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

বিক্ষোভের মুখে নিহত বিজেপি কর্মীর বাড়ি যাওয়া হল না সায়ন্তন-নিশীথের - tmc

দিনহাটা থেকে সিতাইয়ে প্রয়াত বিজেপি কর্মী অনিল বর্মণের বাড়ি যাওয়ার পথে বিজলিচটকা গ্রামে তাঁদের ঘিরে বিক্ষোভ দেখাতে শুরু করে তৃণমূল কর্মীরা । বাধা পেয়ে ঘটনাস্থল থেকে ফিরে আসেন বিজেপি নেতৃত্ব।

বিক্ষোভের মুখে সায়ন্তন-নিশীথ
বিক্ষোভের মুখে সায়ন্তন-নিশীথ

By

Published : Jun 2, 2021, 8:36 PM IST

কোচবিহার, 2 জুন : আক্রান্ত বিজেপি কর্মীদের বাড়ি যাওয়ার পথে তৃণমূল কর্মীদের বিক্ষোভের মুখে পড়ে দেখা না করেই ফিরে গেলেন বিজেপি রাজ্য নেতৃত্ব। তাঁদের আসার খবর পেতেই তৃণমূল কর্মীরা কালো পতাকা, ঝাড়ু নিয়ে বিক্ষোভ দেখায় রাস্তায়। পরে পুলিশ এসে পরিস্থিতি সামাল দেয় ৷

বিধানসভা নির্বাচনের ফল প্রকাশের পর থেকেই উত্তপ্ত হয়ে রয়েছে কোচবিহার জেলার বিভিন্ন গ্রাম। বহু বিজেপি কর্মীর বাড়ি ভাঙচুর, লুটপাট হয়েছে। অনেকে বাড়িছাড়া। সেই আক্রান্ত কর্মীদের পাশে দাঁড়াতে বুধবার বিজেপি নেতা সায়ন্তন বসু, সাংসদ নিশীথ প্রামাণিক, বিজেপি বিধায়ক মালতি রাভা সহ প্রমুখ বিজেপি নেতৃত্ব কোচবিহারের বিভিন্ন এলাকায় যান। আক্রান্ত বিজেপি কর্মীদের আর্থিকভাবে সাহায্যও করেন বিজেপি নেতৃত্ব ৷

দিনহাটা থেকে সিতাইয়ে প্রয়াত বিজেপি কর্মী অনিল বর্মণের বাড়ি যাওয়ার পথে বিজলিচটকা গ্রামে তাঁদের ঘিরে বিক্ষোভ দেখাতে শুরু করে তৃণমূল কর্মীরা । বাধা পেয়ে ঘটনাস্থল থেকে ফিরে আসেন বিজেপি নেতৃত্ব।

আরও পড়ুন :আলাপন অধ্যায় শেষ, নবান্নে সাংবাদিক বৈঠকে বললেন মমতা

বিজেপি নেতা সায়ন্তন বসু বলেন, "কিছুদিন আগে এই এলাকার এক বিজেপি কর্মীর ঝুলন্ত দেহ উদ্ধার হয়। এদিন তাঁর বাড়িতেই যাচ্ছিলাম। তৃণমূল কর্মীরা ঢুকতে বাধা দেয়। তাই ফিরে এসেছি । "

ABOUT THE AUTHOR

...view details