পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

DMC Election: দিল্লি পৌরনিগম নির্বাচনে প্রার্থী দিনহাটার সানোয়ার আলি - সানোয়ার আলি

একসময় দিনহাটার বাসিন্দা সানোয়ার আলি আজ দিল্লি পৌরনিগম নির্বাচনের (Delhi Municipal Corporation Election) প্রার্থী ৷ দিল্লির বসন্তকুঞ্জ এলাকার 156 নম্বর ওয়ার্ড থেকে নির্বাচনে দাঁড়িয়েছেন তিনি ৷

Sanwar Ali of Dinhata is Candidate for Delhi Municipal Corporation Election
Sanwar Ali of Dinhata is Candidate for Delhi Municipal Corporation Election

By

Published : Nov 23, 2022, 6:15 PM IST

দিনহাটা, 23 নভেম্বর: দিল্লির পৌরনিগম নির্বাচনে (Delhi Municipal Corporation Election) বসন্তকুঞ্জ এলাকা থেকে প্রার্থী হয়েছেন দিনহাটার সীমান্তবর্তী গ্রাম চর নোটাফেলার বাসিন্দা সানোয়ার আলি (Sanwar Ali) ৷ এই যুব লিগ নেতাকে ফরওয়ার্ড ব্লক বসন্তকুঞ্জের 156 নম্বর ওয়ার্ডের টিকিট দিয়েছে ৷ আগামী 4 ডিসেম্বর দিল্লি পৌরনিগমের নির্বাচন ৷ তার আগে জোরকদমে দিল্লির বসন্তকুঞ্জের 156 নম্বর ওয়ার্ডে ভোটপ্রচার করছেন সানোয়ার আলি ৷

এদিন দিল্লি থেকে সানোয়ার আলি বলেন, ‘‘দীর্ঘদিন ধরে এই এলাকার মানুষের জন্য কাজ করে আসছি ৷ তাই আগামীতেও তাঁদের পাশে থাকতে চাই ৷ সেই জন্যই ভোটে দাঁড়িয়েছি ৷ দিনহাটার সীমান্ত এলাকার নাজিরহাট 2 গ্রামপঞ্চায়েতের চর নোটাফেলায় সানোয়ার আলির আদি বাড়ি ৷ বছর দশেক আগে সানোয়ার শ্রমিকের কাজ করতে দিল্লি গিয়েছিলেন ৷ সেখানে বসন্তকুঞ্জ এলাকায় থাকতেন তিনি ৷ একে একে পরিবারের সবাইকে সেখানে নিয়ে যান তিনি ৷ পরবর্তীতে সেখানে তিনি শ্রমিকদের দাবি দাওয়া নিয়ে আন্দোলন শুরু করেন ৷ সেখানেও যুবলিগের কাজকর্ম শুরু করেন ৷

আরও পড়ুন:নির্বাচনী প্রচারে কংগ্রেস প্রার্থীর টাকা বিতরণের ভিডিয়ো ভাইরাল

56 নম্বর ওয়ার্ডে ভোটার সংখ্যা প্রায় 57 হাজার ৷ বাঙালি যেমন রয়েছে, তেমনি অন্যান্য সম্প্রদায়ের প্রচুর মানুষের বসবাস সেখানে ৷ আর বাঙালিদের কাছে ভোট প্রচারের জন্য সানোয়ার আলি উত্তরবঙ্গের জনপ্রিয় ভাওয়াইয়া গানের দল নিয়ে ময়দানে নেমেছেন ৷ তাঁরা গানের মাধ্যমে বিভিন্ন এলাকায় ভোট প্রচার করেছেন বলে জানান সানোয়ার ৷ তাঁর হয়ে সেখানে ভোট প্রচারে নেমেছেন, ফরওয়ার্ড ব্লকের কেন্দ্রীয় সম্পাদক জি দেবরাজন ৷ যুবলিগের রাজ্য সম্পাদক আব্দুর রউফ বলেন, ‘‘সানোয়ার দীর্ঘদিন ধরেই যুবলিগ করেন। তাঁর নেতৃত্বে সেখানে বিভিন্ন দাবি-দাওয়া নিয়ে আন্দোলন চলেছে ৷ তাই এবারে দল তাঁকে প্রার্থী করেছে ৷’’

ABOUT THE AUTHOR

...view details