পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

শীতলকুচিতে উদ্ধার সকেটবোমা, অভিযোগের তির তৃণমূলের দিকে - সকেট বোমা

শীতলকুচি BJP-এর স্থানীয় মণ্ডল কমিটির সভাপতি পবিত্র বর্মণের বাড়ির পাশে উদ্ধার তিনটি সকেট বোমা ৷ তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ ৷

coachbihar
শীতলকুচিতে উদ্ধার সকেটবোমা, অভিযোগের তির তৃণমূলের দিকে

By

Published : Jun 13, 2020, 11:15 AM IST

শীতলকুচি , 13 জুন : কোচবিহারের শীতলকুচির BJP-এর মণ্ডল সভাপতির বাড়ি সংলগ্ন এলাকায় তিনটি সকেট বোমা উদ্ধার ৷ অভিযোগের তির তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে । যদিও ভিত্তিহীন অভিযোগ বলে পালটা দাবি তৃণমূলের৷ কোচবিহারের শীতলখুচি থানার গোঁসাইয়ের হাট এলাকার গরুহাটির ঘটনা ।

শীতলকুচি BJP-এর স্থানীয় মণ্ডল কমিটির সভাপতি পবিত্র বর্মণের বাড়ির পাশে পুলিশ বেশ কয়েকটি বোমাও উদ্ধার করেছে বলে জানা গেছে । এই বিষয়ে BJP নেতা পবিত্র বর্মণের অভিযোগ করে জানান " তৃণমূলের দুষ্কৃতীরা তাঁর বাড়ি লাগোয়া এলাকায় বোমা ফাটাতে শুরু করে । তিনি আতঙ্কিত হয়ে পুলিশে খবর দেন ৷ "

যদিও তৃণমূল কংগ্রেসের পক্ষে ওই অভিযোগ অস্বীকার করা হয় । বিষয়টি নিয়ে তৃণমূল কংগ্রেসের নেতা তথা গোসাইয়েরহাট গ্রাম পঞ্চায়েতের প্রধান মদন বর্মণ জানান “ওই বোমার ঘটনায় তৃনমূল জড়িত নয় ,BJP নিজেদের লোক দিয়ে ওই বোমা ফাটিয়েছে।"

খবর পেয়ে ঘটনাস্থলে আসে শীতলকুচি থানার পুলিশ ৷ উদ্ধার করে তিনটি সকেট বোমা ঘটনার তদন্ত করছে পুলিশ৷

ABOUT THE AUTHOR

...view details