কোচবিহার, ৭ এপ্রিল: নাম না করে তৃণমূল নেতা রবীন্দ্রনাথ ঘোষকে "শনি ঘোষ" বলে কটাক্ষ করলেন BJP নেত্রী রূপা গাঙ্গুলি। আজ দুপুরে নরেন্দ্র মোদির জনসভায় বক্তব্য রাখেন রূপা। অন্যদিকে, রূপাকে "কালনাগিনী বলে পালটা কটাক্ষ করেন রবীন্দ্রনাথ ঘোষ। দুই নেতা-নেত্রীর এই তরজা এখন কোচবিহারে আলোচনার বিষয়বস্তু।
প্রচারে রবীন্দ্রনাথ ঘোষ হলেন "শনি ঘোষ", আর রূপা গাঙ্গুলি "কালনাগিনী" - election campaign
নির্বাচনী প্রচারে গিয়ে রূপা গাঙ্গুলি ও রবীন্দ্রনাথ ঘোষের একে অপরকে কটাক্ষ করলেন।
আজ কোচবিহারে রাসমেলার মাঠে নরেন্দ্র মোদির জনসভা হয়। সভায় রূপা গাঙ্গুলি বলেন, " শনি ঘোষ DM ও SP-কে দলদাস বানিয়ে রেখেছেন। ভুল করছেন তিনি। আপনাদের মুখ্যমন্ত্রী ঠিক করতে পারছেন না তিনি কোন কোন জায়গায় যাবেন। কারণ দুঃখের সঙ্গে জানাতে হচ্ছে তিনি প্রধানমন্ত্রীর লেজে লেজে ঘুরে বেড়ানোর চেষ্টা করছেন। অবশ্য, আমরা বিরোধী দল বলে আপনাদের মাননীয়া মুখ্যমন্ত্রী স্বীকার করেন না। তিনি আমাদেরও মুখ্যমন্ত্রী, তিনি পশ্চিমবঙ্গ মানুষেরও মুখ্যমন্ত্রী।"
রূপার বক্তব্যের কিছুক্ষণ পর রাসমেলা মাঠে হাজির হন রবীন্দ্রনাথ ঘোষ। তিনি রূপার কটাক্ষের পরিপ্রেক্ষিতে বলেন, " উনি যে কালনাগিনী সেটা কি উনি জানেন? শনি ঠাকুরকে তো মানুষ পুজো দেয়। ঘরে রাখে। কিন্তু, কালনাগিনী যেখানে ছোবল দেবে সেখানেই মানুষ মারা যাবে। ওর থেকে আমরা দূরে সরে থাকতে চাই। ওই কালনাগিনীর ছোবলে কোচবিহারের মানুষ কিছু হবে না। কারণ কোচবিহারের মানুষের ভগবান মদন মোহনের উপর আস্থা আছে।"