মেখলিগঞ্জ, 4 জানুয়ারি : অনেক আশা নিয়ে সীমান্ত পার করে ভারতের মূল ভূ-ভাগে এসেছিলেন মিজানুর৷ এসে নাগরিকত্ব তো পেয়েছেন ৷ তবে পাননি জমি ৷ হয়নি অন্নসংস্থান ৷ ছিটমহল বিনিময়ের পর কেটে গেছে প্রায় সাড়ে চার বছর ৷ কিন্তু এখনও মাথার উপর ছাদ জোটেনি ৷ সীমানা পেরিয়ে আসার পর থেকে তাঁর ঠাঁই হয়েছে সেটলমেন্ট ক্যাম্পে ৷
2015 সালের 31 জুলাই ভারত ও বাংলাদেশের মধ্যে ছিটমহল বিনিময় হয় ৷ ভারতের অভ্যন্তরে থাকা সাবেক বাংলাদেশি ছিটমহলগুলি ভারতের মূল ভূখণ্ডের সঙ্গে মিশে যায় । একইভাবে বাংলাদেশের ভিতরে থাকা ভারতের ছিটমহলগুলিও যুক্ত হয় বাংলাদেশের ভূ-ভাগের সঙ্গে ৷ সেই সময়েই উন্নত জীবনের আশায় সীমান্ত পার করে মিজানুরের মতো এ-দেশে এসেছিলেন সাবেক ভারতীয় ছিটমহলের প্রায় হাজারখানেক বাসিন্দা ৷ প্রশাসন থেকে আশ্বাস দেওয়া হয়েছিল 'ফ্ল্যাটবাড়ি' দেওয়ার ৷ কিন্তু এখনও পর্যন্ত তাঁদের ঠিকানা সেই সেটলমেন্ট ক্যাম্প ৷
মিজানুরের সঙ্গেই সীমানা পেরিয়ে এসেছিল সুমন অধিকারী ৷ শুনেছিল এ-দেশে নাকি ভালো পড়াশোনার সুযোগ আছে ৷ ভারতে আসার পর নতুন কলেজে ভরতিও হয়েছিল সে ৷ কিন্তু হেঁশেল যে বাড়ন্ত ৷ কিছুদিনের মধ্যেই শিকেয় উঠল কলেজের ব্যাগ ৷ রুজির টানে আজ সে বেঙ্গালুরুতে ৷