পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

দিনাহাটায় ঘর থেকে যুবতির রক্তাক্ত মৃতদেহ উদ্ধার, স্বামী পলাতক - Rescued woman's deadbody in dinhata

দিনহাটা পুলিশ সূত্রে খবর, সাবানার শওহর মাসুদ জালাল পেশায় কম্পিউটার প্রশিক্ষক ৷ আগেও একবার বিয়ে হয়েছিল তাঁর ৷ স্থানীয় সূত্রে খবর, অতিরিক্ত নেশা করার কারণে প্রথম বিয়ে বেশিদিন টেকেনি ৷ ডিভোর্স হয়ে যায় ৷ এরপর মাসুদ পাশের গ্রাম দিঘলিটারির বাসিন্দা সাবানাকে বিয়ে করে ৷

দিনাহাটায় ঘর থেকে যুবতির রক্তাক্ত মৃতদেহ উদ্ধার, স্বামী পলাতক

By

Published : Aug 12, 2019, 10:57 PM IST

দিনহাটা, 12 অগাস্ট : শ্বশুরবাড়ির শোওয়ার ঘর থেকে উদ্ধার যুবতির রক্তাক্ত মৃতদেহ ৷ নাম সাবানা পারভিন (27) ৷ দিনহাটার ওকড়াবাড়ি গ্রামের ঘটনা ৷ ঘটনার পর থেকে পলাতক শওহর ও শ্বশুরবাড়ির লোকজন ৷

দিনহাটা পুলিশ সূত্রে খবর, সাবানার শওহর মাসুদ জালাল পেশায় কম্পিউটার প্রশিক্ষক ৷ আগেও একবার বিয়ে হয়েছিল তাঁর ৷ স্থানীয় সূত্রে খবর, অতিরিক্ত নেশা করার কারণে প্রথম বিয়ে বেশিদিন টেকেনি ৷ ডিভোর্স হয়ে যায় ৷ এরপর মাসুদ পাশের গ্রাম দিঘলিটারির বাসিন্দা সাবানাকে বিয়ে করে ৷

স্থানীয় সূত্রে জানা গেছে, বিয়ের কিছুদিনের মধ্যেই মাসুদের আব্বা সাবানার নামে জমি লিখে দেয় ৷ এরপর থেকেই সংসারে অশান্তি দেখা দেয় ৷ এছাড়াও মাসুদ নেশা করে প্রায়ই স্ত্রী'কে মারধর করত ৷ এনিয়ে গ্রামে একাধিকবার সালিশি সভাও বসে ৷ এরপর কিছুদিন ঠিক থাকলেও পরে আবার আগের মতোই মারধর করতে শুরু করে ৷ অভিযোগ, গতরাতে সাবানাকে মারধর করে মাসুদ ও তার বাড়ির লোকজন ৷ আজ সকালে শোওয়ার ঘর থেকে সাবানার মৃতদেহ উদ্ধার হয় ৷

সাবানার দাদা নবি করিম জানান, মাসুদ নেশা করে তাঁর বোনকে মারধর করত ৷ সেই তাঁর বোনকে খুন করেছে ৷

যদিও ঘটনার পর থেকে সাবানার শ্বশুরবাড়ির লোকজন পলাতক ৷ দিনহাটা পুলিশ সূত্রে খবর, কীভাবে মৃত্যু হয়েছে তা এখনও পরিষ্কার নয় ৷ ঘটনার তদন্ত শুরু হয়েছে ৷

ABOUT THE AUTHOR

...view details