পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

বাড়ি ফিরতে চেয়ে মুখ্যমন্ত্রীর কাছে আর্জি কেরালায় আটকে থাকা শ্রমিকদের - COVID 19

কেরালায় আটকে পড়া কোচবিহারের 12 জন শ্রমিক আজ একটি ভিডিয়ো বার্তায় মুখ্যমন্ত্রীর সহযোগিতা চেয়েছেন ৷

কেরালায় আটকে পড়া শ্রমিক
কেরালায় আটকে পড়া শ্রমিক

By

Published : Mar 26, 2020, 9:08 PM IST

Updated : Mar 26, 2020, 9:30 PM IST

কোচবিহার, 26 মার্চ : বাড়ি ফিরতে চেয়ে মুখ্যমন্ত্রীর কাছে আর্জি জানাল কেরালায় আটকে থাকা কোচবিহারের 12 জন শ্রমিক ৷ আজ একটি ভিডিয়ো বার্তায় মুখ্যমন্ত্রীর সহযোগিতা চেয়েছেন তাঁরা ।

তাঁদের বক্তব্য, হঠাৎ করেই দেশজু়ড়ে লকডাউনের জেরে ট্রেন ও বাস বন্ধ হয়ে যায় ৷ যার জেরে তাঁরা বিপাকে পড়েছেন ৷ কেরালার কর্নম জেলার শক্তিকুলাঙ্গারা এলাকায় সমুদ্রে মাছ ধরার কাজ করেন । সেখানেই কম্পানির তরফে তাঁদের থাকার বন্দোবস্ত করা হয়েছে ৷ কিন্তু কোরোনা আতঙ্কের জেরে সব বন্ধ হয়ে যাওয়ায় তাঁদের রোজগার বন্ধ হয়ে গেছে ৷ স্থানীয় প্রশাসনের তরফে কোনও সহযোগিতা করা হচ্ছে না বলে তাঁদের অভিযোগ ৷

মুখ্যমন্ত্রীর কাছে আর্জি কেরালায় আটকে থাকা শ্রমিকদের

ইতিমধ্যেই বিষয়টি তাঁরা উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষকে টেলিফোনে জানিয়েছেন । কিন্তু তাতে কোনও কাজ হয়নি ৷ তাই এবার মুখ্যমন্ত্রীর কাছে আর্জি জানালেন তাঁরা ৷

Last Updated : Mar 26, 2020, 9:30 PM IST

ABOUT THE AUTHOR

...view details