কোচবিহার 19 এপ্রিল : কোচবিহারে বাড়ি বাড়ি গিয়ে থার্মাল স্ক্রিনিং শুরু করল জেলা স্বাস্থ্যদপ্তর ৷ যদিও কোচবিহারে এখনও পর্যন্ত কোনও কোরোনা আক্রান্তের সন্ধান মেলেনি ৷
কোচবিহারে বাড়ি বাড়ি গিয়ে থার্মাল স্ক্রিনিং - regular thermal screening of people has started in coochbehar
আজ কোচবিহার শহরের হরিজনপট্টি এলাকায় কোচবিহার সদর মহকুমা শাসক সঞ্জয় পাল যান ৷ তাঁর উপস্থিতিতেই স্বাস্থ্যকর্মীরা বাসিন্দাদের স্ক্রিনিংয়ের কাজ শুরু করে ।
আজ কোচবিহার শহরের হরিজনপট্টি এলাকায় কোচবিহার সদর মহকুমা শাসক সঞ্জয় পাল যান ৷ তাঁর উপস্থিতিতেই স্বাস্থ্যকর্মীরা বাসিন্দাদের স্ক্রিনিংয়ের কাজ শুরু করে । জেলা শহরের পাশাপাশি জেলার অন্যান্য মহকুমাতেও বাড়ি বাড়ি গিয়ে নমুনা সংগ্রহ করার কাজ শুরু করা হয়েছে ৷ কোচবিহার জেলা প্রশাসন সূত্রে খবর , কোচবিহার জেলার দুদিকে বাংলাদেশ সীমান্ত রয়েছে । একদিকে রয়েছে অসম সীমান্ত । ইতিমধ্যেই বাংলাদেশ সীমান্ত ও অসম সীমান্ত সিল করা হয়েছে । একাধিক রোগীর কোরোনার উপসর্গ দেখা দিলেও এখনও পর্যন্ত পজ়েটিভ কেস আসেনি । তবুও বাড়তি সতর্কতা হিসাবে জেলায় থার্মাল স্ক্রিনিং শুরু করল স্বাস্থ্যদপ্তর ।
এছাড়া জেলায় নমুনা সংগ্রহের জন্য 55 টি মোবাইল ভ্যান চালু হয়েছে । ওই মোবাইল ভ্যানগুলো বিভিন্ন এলাকায় গিয়ে নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠাবে ৷ কোচবিহার জেলাশাসক পবন কাদিয়ান বলেন, " আজ থেকে জেলার বাসিন্দাদের থার্মাল স্ক্রিনিং চালু করা হয়েছে । "
TAGGED:
কোচবিহার 19 এপ্রিল