কোচবিহার, 14 জানুয়ারি: কামতাপুর লিবারেশন অর্গানাইজেশন বা কেএলও (KLO) এর প্রধান জীবন সিং (KLO Chief Jiban Singha) আত্মসমর্পণ করেছেন বলে খবর চাউর হয়েছে ৷ একটি সূত্রে দাবি করা হচ্ছে, শুক্রবার ভারত-মায়ানমার সীমান্ত লাগোয়া একটি এলাকায় বিএসএফ-এর কাছে আত্মসমর্পণ করেছেন ৷ বর্তমানে তিনি অসম রাইফেলসের হেফাজতে রয়েছেন বলেও জল্পনা ৷ যদিও জীবন সিংয়ের আত্মসমর্পণের বিষয়ে সরকারিভাবে কোনও তথ্য এখনও জানা যায়নি ৷ তবে এরাজ্যে এই বিষয়টি নিয়ে শুরু হয়ে গিয়েছে রাজনীতি (speculation on surrender of Jiban Singha) ৷
জীবন সিংয়ের আত্মসমর্পণের খবর প্রসঙ্গে বিজেপি'কে কটাক্ষ করেছেন তৃণমূল নেতা তথা উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী উদয়ন গুহ (Udayan Guha) ৷ শনিবার বিজেপি-র ওবিসি মোর্চার উত্তরবঙ্গ জোনের কনভেনশনে যোগ দিতে কোচবিহারে আসেন রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার (Sukanta Mazumdar) ৷ সেখানে কেএলও প্রধান প্রসঙ্গে তিনি বলেন, "এ বিষয়ে আমার কাছে কোনও নির্দিষ্ট তথ্য নেই । তবে আমরা চাই, যারা বিচ্চিন্নতাবাদী আন্দোলন করছে তারা মূল স্রোতে ফিরে আসুক ।"