পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

TMC And BJP On Jiban Singha: কেএলও চিফের আত্মসমর্পণ প্রসঙ্গে বিজেপিকে কটাক্ষ উদয়নের

জল্পনা ছড়িয়েছে কেএলও প্রধান জীবন সিংহের আত্মসমর্পণ নিয়ে ৷ এই বিষয়টি নিয়ে বিজেপি-কে বিঁধেছেন রাজ্যের মন্ত্রী উদয়ন গুহ (Udayan Guha on Jiban Singha) ৷

ETV Bharat
জীবন সিংহ প্রসঙ্গে তৃণমূল ও বিজেপির প্রতিক্রিয়া

By

Published : Jan 14, 2023, 9:03 PM IST

জীবন সিংহের আত্মসমর্পণ প্রসঙ্গে সুকান্ত ও উদয়নের মন্তব্য

কোচবিহার, 14 জানুয়ারি: কামতাপুর লিবারেশন অর্গানাইজেশন বা কেএলও (KLO) এর প্রধান জীবন সিং (KLO Chief Jiban Singha) আত্মসমর্পণ করেছেন বলে খবর চাউর হয়েছে ৷ একটি সূত্রে দাবি করা হচ্ছে, শুক্রবার ভারত-মায়ানমার সীমান্ত লাগোয়া একটি এলাকায় বিএসএফ-এর কাছে আত্মসমর্পণ করেছেন ৷ বর্তমানে তিনি অসম রাইফেলসের হেফাজতে রয়েছেন বলেও জল্পনা ৷ যদিও জীবন সিংয়ের আত্মসমর্পণের বিষয়ে সরকারিভাবে কোনও তথ্য এখনও জানা যায়নি ৷ তবে এরাজ্যে এই বিষয়টি নিয়ে শুরু হয়ে গিয়েছে রাজনীতি (speculation on surrender of Jiban Singha) ৷

জীবন সিংয়ের আত্মসমর্পণের খবর প্রসঙ্গে বিজেপি'কে কটাক্ষ করেছেন তৃণমূল নেতা তথা উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী উদয়ন গুহ (Udayan Guha) ৷ শনিবার বিজেপি-র ওবিসি মোর্চার উত্তরবঙ্গ জোনের কনভেনশনে যোগ দিতে কোচবিহারে আসেন রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার (Sukanta Mazumdar) ৷ সেখানে কেএলও প্রধান প্রসঙ্গে তিনি বলেন, "এ বিষয়ে আমার কাছে কোনও নির্দিষ্ট তথ্য নেই । তবে আমরা চাই, যারা বিচ্চিন্নতাবাদী আন্দোলন করছে তারা মূল স্রোতে ফিরে আসুক ।"

এর পালটা কটাক্ষ করে এদিন উদয়ন গুহ জানান, রাজ্যে পঞ্চায়েত নির্বাচন পার করতে বিচ্ছিন্নতাবাদী, চোর, ডাকাত, সমাজবিরোধীদের একত্রিত করতে চাইছে বিজেপি ৷ তবে পঞ্চায়েত ভোট নিয়ে হুঁশিয়ারির সুর শোনা গিয়েছে বিজেপি'র রাজ্য সভাপতির মুখেও ৷ সুকান্তর কথায়,"আগামী পঞ্চায়েত নির্বাচনে পুলিশ রেফারি ও লাইন্সম্যান হিসেবে থাকুক । মাঝখানে যেন না আসে । তাহলে পদপিষ্ট হওয়ার সম্ভবনা রয়েছে ।"

আরও পড়ুন: আত্মসমর্পণ করেছেন কেএলও নেতা জীবন সিং !

এদিন কোচবিহার-2 নম্বর ব্লকের পুন্ডিবাড়ি ও মাথাভাঙ্গা-2 নম্বর ব্লকের ঘোকসাডাঙায় দুটি কর্মীসভাতেও যোগ দেন সুকান্ত ৷ যান কোচবিহার রাজবাড়িতেও ৷ এদিন সকালে সুকান্ত মজুমদার কোচবিহারের বিধায়কদের নিয়ে কোচবিহারের ঐতিহ্যবাহী রাজবাড়ির বিভিন্ন এলাকা ঘুরে দেখেন । তিনি জানান, এটি একটি ঐতিহাসিক নিদর্শন । এই নিদর্শনের রক্ষণাবেক্ষণে কেন্দ্রীয় সরকার তৎপর রয়েছে । পাশাপাশি কেন্দ্রীয় সরকারেরও ফান্ড বরাদ্দ করা হয়েছে ।

ABOUT THE AUTHOR

...view details