পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Paresh Adhikary Reaction : হাইকোর্টের নির্দেশ সম্পর্কে তিনি কিছুই জানেন না, দাবি পরেশ অধিকারীর - শিক্ষক নিয়োগে দুর্নীতি

পরেশ অধিকারীর মেয়ে অঙ্কিতা অধিকারীকে স্কুলে চাকরি দেওয়া হল কীভাবে ! 20 জনের ওয়েটিং লিস্টে ছিল না অঙ্কিতার নাম ৷ তাও তিনি পেয়েছেন চাকরি ৷ নম্বর কম পেয়েও বাবা মন্ত্রী হওয়ায় তাহলে কি অঙ্কিতা পেয়ে গেলেন স্কুলের চাকরি এমনটাই অভিযোগ উঠেছে তাঁর বিরুদ্ধে ৷ তাই বাবা পরেশ অধিকারীকে হাজিরা দিতে হবে সিবিআই দফতরে এমনটাই নির্দেশ হাইকোর্টের ৷ আর তিনি এ বিষয়ে হাসতে হাসতে বলছেন কিছুই জানেন না ! (Paresh Adhikary Reaction)

Paresh Chandra Adhikary
শিক্ষক নিয়োগে দুর্নীতি

By

Published : May 17, 2022, 8:05 PM IST

কোচবিহার 17 মে : তিনি রাজ্যের শিক্ষা প্রতিমন্ত্রী অথচ তাঁর দিকেই আঙুল উঠেছে শিক্ষক নিয়োগে দুর্নীতি নিয়ে ৷ মেধাতালিকায় নাম না থেকেও চাকরি পেয়েছন মন্ত্রী পরেশ অধিকারীর মেয়ে অঙ্কিতা ৷ এ নিয়ে সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। এই নির্দেশ সম্পর্কে কিছুই জানেন না মন্ত্রী ! পাশাপাশি তাঁর মন্ত্রীত্ব পদ থেকে সরানোর যে দাবি জানিয়েছে আদালত তাও তিনি জানেন না ৷ কোচবিহারে এক দলীয় বৈঠকের পর তিনি হাসতে হাসতে এমনটাই জানালেন (Paresh Adhikary Reaction) ৷

স্কুল সার্ভিস কমিশনের মাধ্যমে শিক্ষক নিয়োগে দুর্নীতি নিয়ে ফের কলকাতা হাইকোর্টে মামলা হয়েছে। রাজ্যের মন্ত্রী পরেশ অধিকারীর কন্যার শিক্ষক পদে নিয়োগে অস্বচ্ছতার অভিযোগে এই মামলা দায়ের হয়। মামলা করেন চাকরী প্রার্থী ববিতা সরকার ৷ মন্ত্রী পরেশ অধিকারীর মেয়ে অঙ্কিতা অধিকারীকে রাষ্ট্রবিজ্ঞানের শিক্ষিকা হিসেবে নিয়োগ করা হয়েছে। 31 অগস্ট 2018 অঙ্কিতার নাম শিক্ষিকা হিসেবে সুপারিশ করা হয়।

মঙ্গলবার রাজ্যের শিক্ষা প্রতিমন্ত্রীকে হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চ রাত 8 টায় সিবিআই দফতরে হাজিরার নির্দেশ দিয়েছেন ৷ দুপুর 3টেয় এই নির্দেশ শোনানো হয়েছে। তার আগে মন্ত্রীর ব্যক্তিগত সহায়ককে মামলার নোটিস দিতে বলেছে আদালত। এই বিষয়ে মন্ত্রী পরেশ চন্দ্র অধিকারীকে জিজ্ঞাসা করা হলে তিনি জানান, হাইকোর্ট কী নির্দেশ দিয়েছে তিনি জানেন না ৷ পাশাপাশি এদিন সন্ধ্যায় মন্ত্রী ও তাঁর কালকাতার উদ্দেশ্য রওনা দিয়েছেন ৷

হাইকোর্টের নির্দেশ সম্পর্কে তিনি কিছুই জানেন না

আরও পড়ুন :অবৈধভাবে মেয়েকে চাকরি, মমতার মন্ত্রীকে আজই সিবিআইয়ে হাজিরার নির্দেশ হাইকোর্টের

উল্লেখ্য, 2016 সালে স্কুল সার্ভিস কমিশনের নিয়োগ পরীক্ষায় পরেশ অধিকারীর মেয়ে অঙ্কিতা অধিকারীর মোট প্রাপ্ত নম্বর ছিল 61। স্কুল সার্ভিস কমিশনের চেয়ারম্যান জরুরি ভিত্তিতে অনলাইনে হাজির হয়ে জানান, অঙ্কিতা অধিকারী পেয়েছেন 61 (30 বিষয় রাষ্ট্রবিজ্ঞান এবং 31 অ্যাকাডেমিক স্কোর) ৷ আর মামলাকারী ববিতা সরকারের নম্বর ছিল 77 (সাবজেক্ট 36,অ্যাকাডেমিক 33 ও পার্সোনালিটি টেস্ট 8)। এটা ছিল ওয়েটিং লিস্ট। এর মধ্যে থেকে 20 জনকে চাকরির সুপারিশ করা হয়েছিল। 20 নম্বরে নাম ছিল ববিতার ৷ কিন্তু পরে অঙ্কিতা অধিকারীর নাম লিস্টের প্রথমে যোগ হওয়ায় ববিতা সরকার আর সুযোগ পাননি। এর পাশাপাশি মনি সরকার নামে আরও একজন র‍্যাঙ্ক জাম্প করে চাকরি পেয়েছেন বলেও অভিযোগ উঠেছে ৷

ABOUT THE AUTHOR

...view details