কোচবিহার, 29 এপ্রিল : কোচবিহারের শীতলকুচির 181 নম্বর বুথে পুনর্নির্বাচন হচ্ছে আজ । আপাতত নির্বিঘ্নেই চলছে ভোটগ্রহণ । কেন্দ্রীয় বাহিনী মোতায়েনে রয়েছে ভোটকেন্দ্রে ।
রাজ্যের অতিরিক্ত মুখ্য নির্বাচনী আধিকারিক সঞ্জয় বসু বলেন, "ভোটযন্ত্র ঠিক আছে কি না তা দেখার জন্য ভোট শুরুর আগে মক পোলিং হয় । পরে তা বাতিলও করে দিতে হয় । এই ক্ষেত্রে অবশ্য মক পোলিং হওয়ার পর তা বাতিল করা হয়নি । সেই জন্যেই ওই বুথে পুনর্নির্বাচন হচ্ছে ।"
শীতলকুচির এই বুথে পুনরায় ভোটের দাবি জানিয়েছিল BJP ও বিরোধী দলগুলি । তবে কেন ওই বুথে পুনর্নির্বাচনের দাবি করেছে BJP ও অন্য বিরোধী দলগুলি, কী সমস্যা হয়েছিল, তা খতিয়ে দেখেই পুনর্নির্বাচনের সিদ্ধান্ত নেওয়া হয় বলে জানিয়েছে নির্বাচন কমিশন । জানা গেছে, ভোটকর্মীদের ভুলের কারণেই আবারও হচ্ছে নির্বাচন ।
তিনদিন আগে BJP কর্মীর বাড়িতে তৃণমূল হামলা চালায় বলে অভিযোগ৷ এর জেরে তৃণমূল-BJP সংঘর্ষে জখম হন ছয়জন ৷ তাই আজ শান্তিপূর্ণ ভোট করাতে মোতায়েন রয়েছে কেন্দ্রীয় বাহিনী ৷