কোচবিহার, 14 জুলাই: বামেদের শাসনের চেয়েও খারাপ শাসন চলছে তৃণমূলের আমলে । মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করে এমনটাই বললেন বিজেপির ফ্যাক্ট ফাইন্ডিং টিমের নেতৃত্বে থাকা রবিশঙ্কর প্রসাদ । শুক্রবার কোচবিহারে পঞ্চায়েত নির্বচন চলাকালীন আক্রান্ত বিজেপি নেতা কর্মী ও তাঁদের পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করতে আসেন এই বিজেপি সাংসদ ৷ তখনই তাঁকে এই মন্তব্য করতে শোনা যায় ৷ এদিন তিনি বলেন, "বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে হাত মিলিয়েছেন । আর বিহারে বিজেপি কর্মী সমর্থকদের মারধর করছেন । কোচবিহার থেকে এই ঘটনার নিন্দা জানাই ।" বিহারে বিজেপি কর্মীদের উপর পুলিশের লাঠিচার্জের নিন্দাও করেছেন তিনি ৷
প্রসঙ্গত, এদিন সকালে কলকাতা থেকে ট্রেনে নিউ কোচবিহার স্টেশনে নামে বিজেপির চার সদস্যের ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি । এই কমিটির নেতৃত্বে রয়েছেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী রবিশঙ্কর প্রসাদ । নিউ কোচবিহার রেলস্টেশনে নামলে তাঁকে স্বাগত জানান বিজেপির কোচবিহার জেলা সভাপতি বিধায়ক সুকুমার রায় । আজ কোচবিহারের এক বেসরকারি হোটেলে আক্রান্ত বিজেপির নেতা কর্মী ও তাদের পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করে ফ্যাক্ট ফাইন্ডিং টিম । এরপর কোচবিহারের এক বেসরকারি হাসপাতালে যায় তারা ৷ সেখানে গিয়ে জখম ব্যক্তিদের সঙ্গে দেখা করেন তিনি ও তাঁদের সহযোগিতার আশ্বাস দেন ।