কোচবিহার, 7 মে: দিনহাটায় ধর্ষণের ঘটনায় এবার নির্যাতিতার বিরুদ্ধে মারধরের অভিযোগ আনলেন অভিযুক্ত তৃণমূল নেতার স্ত্রী । দিনহাটা থানায় ওই নির্যাতিতা ও তার স্বামীর বিরুদ্ধে মারধরের অভিযোগ দায়ের করেন অভিযুক্ত তৃণমূল নেতার স্ত্রী তথা কোচবিহার জেলা পরিষদের প্রাক্তন কর্মাধক্ষ্য শামিমা শাম্মি । যদিও অভিযোগ অস্বীকার করেছেন নির্যাতিতার স্বামী ।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, দিনহাটার এক প্রাথমিক স্কুলের শিক্ষিকাকে ধর্ষণের অভিযোগ ওঠে এলাকার এক প্রভাবশালী তৃণমূল নেতার বিরুদ্ধে । তিনি হলেন কোচবিহার জেলা পরিষদের বন ও ভূমি কর্মাধক্ষ্য নুর আলম হোসেন । গত 3 মে ওই শিক্ষিকা দিনহাটার মহিলা থানায় অভিযোগ দায়ের করেন । তৃণমূল নেতার বিরুদ্ধে এই অভিযোগ দায়ের হতেই শোরগোল পড়ে যায় কোচবিহার জেলার রাজনৈতিক মহলে । যদিও ঘটনার বেশ কয়েকদিন পার হলেও অভিযুক্ত নেতা গ্রেপ্তার না হওয়ায় প্রশ্ন উঠতে শুরু করেছে ।
নির্যাতিতার বিরুদ্ধে মারধরের অভিযোগ ধর্ষণে অভিযুক্ত তৃণমূল নেতার স্ত্রীর
দিনহাটার এক প্রাথমিক স্কুলের শিক্ষিকাকে ধর্ষণের অভিযোগ ওঠে এলাকার এক প্রভাবশালী তৃণমূল নেতার বিরুদ্ধে ।
নির্যাতিতার বিরুদ্ধে মারধরের অভিযোগ ধর্ষণে অভিযুক্ত তৃণমূল নেতার স্ত্রীর
এদিকে এই ঘটনার মধ্যেই অভিযুক্ত তৃণমূল নেতার স্ত্রী তথা কোচবিহার জেলা পরিষদের প্রাক্তন কর্মাধক্ষ্য শামিমা শাম্মি দিনহাটা থানায় নির্যাতিতা ও তার স্বামীর বিরুদ্ধে মারধোরের অভিযোগ দায়ের করেছেন । গোটা ঘটনার তদন্ত শুরু করেছে দিনহাটা থানার পুলিশ ।