কোচবিহার, 17 নভেম্বর:উত্তরবঙ্গের 8টি জেলা মালদা, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ারকে নিয়ে আলাদা রাজ্যের দাবি জানালেন কামতাপুর পিপলস পার্টি (Kamtapur People's Party) নেতৃত্ব।
বুধবার কোচবিহারের মাথাভাঙা পঞ্চানন স্মৃতি ভবনে সাংবাদিক বৈঠক করেন কামতাপুর পিপলস পার্টির কোচবিহার জেলা কমিটির সভাপতি কংশরাজ বর্মন ও নেতৃত্ব। তিনি বলেন, "জেলাশাসকের মাধ্যমে আবেদন জানিয়েছি যে যত দ্রুত সম্ভব উত্তরবঙ্গের (North Bengal) 8টি জেলাকে নিয়ে আলাদা রাজ্য ঘোষণা করা হোক ৷ আমাদের এই দাবি পূরণ না-হলে রেল রোকো আন্দোলন (Rail Roko Protest) করব।"