পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

দিলীপ ঘোষ অসুস্থ তাই প্রাতঃভ্রমণ করছেন : রবীন্দ্রনাথ - coochbehar

আজ BJP নেতা দিলীপ ঘোষ কোচবিহারের সাগরদিঘিতে প্রাতঃভ্রমণে যান। এরপর মদনমোহন মন্দিরে পুজো দেন। ভোট প্রচারের পাশাপাশি তিনি রবীন্দ্রনাথ ঘোষকে একহাত নেন। রবীন্দ্রনাথবাবু পালটা বলেন, "দিলীপ ঘোষ অসুস্থ।"

রবীন্দ্রনাথ ঘোষ

By

Published : Mar 28, 2019, 3:29 PM IST

কোচবিহার, ২৮ মার্চ : "রবি ঘোষের সাথে দেখা হওয়ার আশায় সাগরদিঘিতে প্রাতঃভ্রমণে এসেছি।" আজ উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষকে নিয়ে এই মন্তব্য করেন BJP জেলা সভাপতি দিলীপ ঘোষ। আজ সকালে দিলীপ ঘোষ সাগরদিঘিতে প্রাতঃভ্রমণ করেন। পাশাপাশি তিনি রবীন্দ্রনাথ ঘোষকে একহাত নেন। এবিষয়ে রবীন্দ্রনাথবাবু বলেন, "দিলীপ ঘোষ অসুস্থ। তাই সুস্থ হতেই তিনি সাগরদিঘি ঘুরেছেন। তাঁর সভায় লোক হয় না। যার কাজ নেই সে আর কী করবে ?"

শুনুন বক্তব্য

আজ কোচবিহারের সাগরদিঘিতে দিলীপ ঘোষ প্রাতঃভ্রমণে বেরিয়েছিলেন। পাশাপাশি তিনি কোচবিহার লোকসভা কেন্দ্রের BJP প্রার্থীর হয়ে প্রচার করেন। এরপর মদনমোহন মন্দিরে পুজো দেন। তিনি বলেন, "সকালবেলা মানুষের মন পরিষ্কার থাকে। খুশি মনে সবার সাথে দেখা হয়। ভালো সম্পর্ক হয়। আজ ঘোষপাড়ার ১৬ নম্বর ওয়ার্ডে সবার সাথে চা খেলাম। এখানে এলে সাগরদিঘি যাই যাতে রবি ঘোষের সাথে দেখা হয়।"

তৃণমূল কংগ্রেস BJP-র বিরুদ্ধে নির্বাচন কমিশনে একাধিক অভিযোগ করেছে। এই প্রসঙ্গে তিনি বলেন, "এতদিন আমরা পুলিশের কাছে অভিযোগ করতাম। কিন্তু পুলিশ কিছু শুনত না। এখন তাঁরা অভিযোগ করছেন। আর আমরা কাজ করছি। প্রচার করছি। আমরাই জিতব।"

দিলীপ ঘোষের এই মন্তব্যের পরিপ্রেক্ষিতে রবীন্দ্রনাথ ঘোষ বলেন, "উনি অসুস্থ। তাই সুস্থ হতেই তিনি সাগরদিঘি ঘুরে বেড়াচ্ছেন। তাঁর সভায় লোক হয় না। যার কাজ নেই সে আর কী করবে? কালকে তাঁর মিটিংয়ে দেখলাম ৩৫০ জন লোক হয়েছে। তাই মাথা গরম হয়ে গেছে। আমার সাথে দেখা হলে ঘণ্টাখানেক গলা পর্যন্ত জলে দাঁড়িয়ে থাকতে বলতাম। তাহলে মাথা ঠান্ডা হত।"

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details