কোচবিহার, 3 মে: তৃণমূলের গোষ্ঠী কোন্দলের জেরে বিধানসভা নির্বাচনে কোচবিহার জেলার দু'টি আসনে হেরে গেলেন কাকা-ভাইপো । নাটাবাড়ি বিধানসভা কেন্দ্রে তৃণমূল প্রার্থী তথা উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ বিজেপি প্রার্থী মিহির গোস্বামীর কাছে 23 হাজার 440 ভোটে পরাজিত হলেন । অপরদিকে শীতলকুচি বিধানসভা কেন্দ্রের প্রার্থী পার্থপ্রতিম রায় বিজেপির বরেনচন্দ্র বর্মনের কাছে 17 হাজার 815 ভোটে পরাজিত হলেন ।
দলীয় দুই নেতার হারে কিন্তু খুশি তৃণমূলের নেতা-কর্মীরা । তাঁদের বক্তব্য, যেভাবে দুই নেতা একে অপরকে অপদস্থ করতে গত কয়েক বছর ধরে কলকাঠি নাড়ছিলেন তাতেই দুই নেতা হেরেছেন । এবার ঠিক হয়েছে । যদিও গোটা বিষয়টি নিয়ে মন্তব্য করতে চাননি কেউই ।
কোচবিহার জেলা তৃণমূল সভাপতি পার্থপ্রতিম রায় এবং উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ কাকা-ভাইপো বলে পরিচিত । রবীন্দ্রনাথের হাত ধরেই পার্থপ্রতিম রাজনীতিতে প্রবেশ করেন । পরবর্তীতে পার্থপ্রতিম সাংসদ হন । এরপর দলের ক্ষমতা কার হাতে থাকবে এনিয়ে দু'জনের মধ্যে বিরোধ দেখা দেয় । পরবর্তীতে 2019 সালের লোকসভা নির্বাচনে দল তৎকালীন সাংসদ পার্থপ্রতিম রায়কে প্রার্থী না করে পরেশচন্দ্র অধিকারীকে প্রার্থী করে দল।