কোচবিহার, 30 অক্টোবর : কোচবিহারের বিক্ষুব্ধ তৃণমূল বিধায়ক মিহির গোস্বামীর সঙ্গে BJP সাংসদ নিশীথ প্রামাণিকের দেখা করার 24 ঘণ্টার মধ্যে মিহিরবাবুর বাড়িতে দেখা করতে এলেন দলের দুই মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ এবং বিনয়কৃষ্ণ বর্মন । আজ দুপুরে তৃণমূল বিধায়কের তেঁতুলতলার বাড়িতে যান তাঁরা । যদিও মিহিরবাবু তখন বাড়িতে ছিলেন না । তাঁর সঙ্গে দেখা করতে আলিপুরদুয়ারেও যান দুই মন্ত্রী । সেখানেও তাঁর দেখা পাননি তাঁরা ।
পরে উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ বলেন, "বিজয়ার শুভেচ্ছা বিনিময় করতে মিহিরদার বাড়িতে গেছিলাম ৷ সেখানে না পেয়ে আলিপুরদুয়ারে তাঁর বোনের বাড়িতেও গেছিলাম । কিন্তু ততক্ষণে তিনি অসমে অন্য বোনের বাড়ি রওনা দিয়েছেন । তাঁর সঙ্গে দেখা হয়নি । পরে দেখা হবে ।"
এদিকে গতকালের পর মিহির গোস্বামীর BJP-তে যোগদানের জল্পনা আরও জোরালো হচ্ছে । সম্প্রতি তৃণমূলের কোচবিহার জেলা ও ব্লক কমিটির তালিকা প্রকাশ হতেই ক্ষোভ দেখা দেয় দলের একাংশের মধ্যে । ক্ষোভ প্রকাশ করে দলের বিভিন্ন সাংগঠনিক পদ থেকে ইস্তফা দেন কোচবিহার দক্ষিণের বিধায়ক মিহির গোস্বামী । এরপর থেকেই তিনি BJP-তে যোগ দিচ্ছেন বলে জল্পনা শুরু হয় ।