কোচবিহার, 22 নভেম্বর: কেন্দ্রীয় প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিক (Nisith Pramanik) সোনার দোকানে ডাকাতি মামলায় অভিযুক্ত । তাঁর নামে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে আদালত । তাই তাঁকে দ্রুত মন্ত্রিসভা থেকে বহিষ্কার করুন । নতুবা রাজ্যের পুলিশ যেখানে পাবে সেখানে তাঁকে ধরে জেলে পুরে দেবে । তুফানগঞ্জের এক জনসভায় কেন্দ্রীয় নেতৃত্বের বিরুদ্ধে এই ভাষাতে হুঁশিয়ারি দিলেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী তথা কোচবিহার পৌরসভার চেয়ারম্যান রবীন্দ্রনাথ ঘোষ (Rabindra Nath Ghosh) ।
কেন্দ্রীয় প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিককে গ্রেফতারের দাবিতে এবং তাঁকে বরখাস্তের দাবিতে কোচবিহার জেলা জুড়ে আন্দোলন শুরু করেছে তৃণমূল (Rabindra Nath Ghosh Slam Nisith Pramanik)। ইতিমধ্যেই 'চোর ধরো, জেল ভরো' এই স্লোগানকে সামনে রেখে কোচবিহার জেলা তৃণমূল নেতা-কর্মীরা গোটা জেলায় পদযাত্রা শুরু করেছে ৷ তার পাশাপাশি বিভিন্ন ব্লকে সভা করে কেন্দ্রীয় মন্ত্রীকে গ্রেফতারের দাবি জানানো হয়েছে । গত বৃহস্পতিবার কেন্দ্রীয় স্বরাষ্ট্র দফতরের প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিকের গড় ভেটাগুড়ি থেকে এই কর্মসূচি শুরু হয় ।