কোচবিহার, 24 এপ্রিল:কোচবিহার পৌরসভার 19 নম্বর ওয়ার্ডের নতুন পাম্প হাউসের উদ্বোধন করলেন চেয়ারম্যান রবীন্দ্রনাথ ঘোষ (Filtered drinking water pump house inaugurates in Cooch Behar) । রবিবার দুপুরে এই পাম্প হাউসের উদ্বোধন হয় । এর ফলে ওই এলাকার বাসিন্দারা বাড়ি বাড়ি পরিস্রুত পানীয় জল পাবেন ।
চেয়ারম্যান রবীন্দ্রনাথ ঘোষ বলেন, "19 নং ওয়ার্ডের বাসিন্দাদের বাড়ি বাড়ি পরিস্রুত পানীয় জল পৌঁছে দিতেই এই উদ্যোগ (Cooch Behar Municipality) । কোচবিহার শহরে পানীয় জলের সমস্যা দীর্ঘদিনের । বহু এলাকায় আজও নোংরা জল সরবরাহ হয় । আবার কোথাও সরু সুতোর মত জল পড়ে । ফলে বাসিন্দাদের ভোগান্তি চরমে ।" জল সমস্যা সমাধানের 2013 সাল নাগাদ তৎকালীন চেয়ারম্যান কুন্ডু তোর্সা নদী থেকে পানীয় জল নিয়ে এসে তা পরিস্রুত করে বাড়ি বাড়ি সরবরাহের উদ্যোগ নেন । কিন্তু কুড়ি হাজার বাড়ির মধ্যে এখন অন্তত সাত থেকে আট হাজার বাড়িতে পানীয় জলের সংযোগ পৌঁছায়নি । এনিয়ে বাসিন্দাদের মধ্যে ক্ষোভ জন্মায় ।