পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

TMC Inner Conflict: 'দলীয় অন্তর্ঘাতেই হাতছাড়া কোচবিহার লোকসভা কেন্দ্র', বিজয়ার অনুষ্ঠানে তোপ রবীন্দ্রনাথের

বিজয় সম্মিলনী মঞ্চে তৃণমূলের গোষ্ঠী কোন্দল নিয়ে বিস্ফোরক অভিযোগ করলেন প্রাক্তন মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ (Rabindra Nath Ghosh Allegation on TMC Inner Conflict) ।

TMC Inner Conflict
গোষ্ঠীকোন্দল নিয়ে বিস্ফোরক অভিযোগ রবীন্দ্রনাথের

By

Published : Oct 14, 2022, 10:12 AM IST

কোচবিহার, 14 অক্টোবর: কোচবিহার সুকান্ত মঞ্চে কোচবিহার 1 বি ব্লকের বিজয়া সম্মেলনের সভায় বক্তব্য রাখতে গিয়ে প্রাক্তন মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ জানান, 2019 সালের বিধানসভা নির্বাচনে আমাদের কিছু লোকের অন্তর্ঘাতের কারণে লোকসভা আসনটিতে হারতে হয়েছে । যাদের অন্তর্ঘাতের কারণে ওই লোকসভা নির্বাচনে পরাজিত হয়েছে তারা আজ মঞ্চে বসে আছে ((Rabindra Nath Ghosh Allegation on TMC Inner Conflict))। বৃহস্পতিবার রাতে রাজ্যের দুই মন্ত্রী মলয় ঘটক ও উদয়ন গুহর (Udayan Guha) উপস্থিতিতেই এমনই বিস্ফোরক অভিযোগ তোলেন রবীন্দ্রনাথ (Rabindra Nath Ghosh) ।

এদিন বক্তব্য রাখতে গিয়ে উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী বলেন, "গত 2019 সালের লোকসভা নির্বাচন ও 2021 সালে বিধানসভা নির্বাচনে কোচবিহার জেলায় যে ভরাডুবি হয়েছে তার জন্য কর্মীরা দায়ী নয় । মঞ্চে আমরা যারা নেতারা বসে আছি তাঁরা দায়ী । সে সব থেকে শিক্ষা নিয়েই আগামীতে ঐক্যবদ্ধভাবে চলতে হবে ।"

গোষ্ঠীকোন্দল নিয়ে বিস্ফোরক অভিযোগ রবীন্দ্রনাথের

আরও পড়ুন:'অতীতে কী হয়েছে তা নিয়ে ভাবিত নই', বললেন ওমপ্রকাশ মিশ্র

পাশাপাশি এদিন তিনি বলেন, "আগামী পঞ্চায়েত নির্বাচনে তাঁরাই প্রার্থী হবে, যাদের এলাকায় গ্রহণযোগ্যতা রয়েছে । নির্বাচনের মধ্যে দিয়ে জিতে এসে গ্রাম পঞ্চায়েতের ক্ষমতা দখল করতে হবে । অতীতের মতো জোর করে গ্রাম পঞ্চায়েত দখল করে ক্ষমতা দখল করা যাবে না ।"

প্রসঙ্গত, কোচবিহার জেলা তৃণমূলে প্রাক্তন মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ ও প্রাক্তন সাংসদ পার্থ প্রতিম রায়ের (Partha Pratim Ray) বিরোধ দীর্ঘদিনের । দলীয় কর্মীদের একাংশ মনে করেন গত লোকসভা নির্বাচনের সময় তৃণমূলের গোষ্ঠী কোন্দলের জেরেই টিকিট পাননি তৎকালীন সাংসদ পার্থ প্রতিম রায় । সে সময় টিকিট দেওয়া হয় পরেশ অধিকারীকে । সে সময় অভিযোগ উঠেছিল পার্থপ্রতিমের টিকিট না পাওয়ার নেপথ্যে ছিল রবীন্দ্রনাথের ভূমিকা। ফল বেরলে দেখা যায় তৃণমূল প্রার্থী পরেশ অধিকারী বিজেপি প্রার্থী নিশীথ প্রামাণিকের কাছে 54 হাজার ভোটে পরাজিত হয়েছেন।

ABOUT THE AUTHOR

...view details