পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

আহত উদয়নকে হাসপাতালে দেখতে এলেন রবি-পার্থ - বিজেপি

আহত উদয়নকে হাসপাতালে দেখতে এলেন প্রাক্তন মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ ও কোচবিহার জেলা তৃণমূল সভাপতি পার্থপ্রতিম রায় ৷

udayan guha
udayan guhaন

By

Published : May 7, 2021, 11:10 AM IST

কোচবিহার , 7 মে : আহত উদয়নকে হাসপাতালে দেখতে এলেন প্রাক্তন মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ ও কোচবিহার জেলা তৃণমূল সভাপতি পার্থপ্রতিম রায় ৷ এইদিন রবীন্দ্রনাথ ঘোষ সাংবাদিকদের বলেন , 'বিজেপি হার্মাদরা যেভাবে তাঁকে মেরেছে ডান হাতের দুটো হাড় একেবারেই ভেঙে গেছে ৷''

কোচবিহার জেলা তৃণমূল সভাপতি পার্থপ্রতিম রায় বলেন , 'বিজেপি সন্ত্রাস করছে কোচবিহারে ৷ তার জ্বলন্ত প্রমাণ আজ দিনহাটা শহরের বুকে উদয়ন গুহের উপর আক্রমণ ৷ তাঁর হাত ভেঙে দেওয়া , তাঁর গাড়ি ভাঙচুর করা, তাঁর দেহরক্ষীর মাথা ফাটিয়ে দেওয়া এবং দু'জন তৃণমূল কর্মীকে খুন করেছে বিজেপি গুন্ডারা...' ৷

আরও পড়ুন :প্যানডেমিকের দ্বিতীয় ঢেউয়ে প্রথম সিঙ্গল ডোজ "স্পুটনিক লাইট" আনল রাশিয়া-ই

বাংলায় ভোট পরবর্তী রাজনৈতিক অশান্তি অব্যাহত ৷ কোচবিহারের দিনহাটায় তৃণমূল নেতা উদয়ন গুহের উপর হামলা চালানোর অভিযোগ ওঠে বিজেপির উপর ৷

আহত উদয়নকে হাসপাতালে দেখতে এলেন রবী - পার্থ

এই ঘটনার পরই উত্তপ্ত হয়ে পড়ে কোচবিহারের দিনহাটা ৷ এমনকি এই ঘটনার প্রতিবাদ জানাতে শুক্রবার 24 ঘণ্টার জন্য বনধের ডাকও দেওয়া হয়েছে তৃণমূলের পক্ষ থেকে ৷

ABOUT THE AUTHOR

...view details