কোচবিহার , 7 মে : আহত উদয়নকে হাসপাতালে দেখতে এলেন প্রাক্তন মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ ও কোচবিহার জেলা তৃণমূল সভাপতি পার্থপ্রতিম রায় ৷ এইদিন রবীন্দ্রনাথ ঘোষ সাংবাদিকদের বলেন , 'বিজেপি হার্মাদরা যেভাবে তাঁকে মেরেছে ডান হাতের দুটো হাড় একেবারেই ভেঙে গেছে ৷''
কোচবিহার জেলা তৃণমূল সভাপতি পার্থপ্রতিম রায় বলেন , 'বিজেপি সন্ত্রাস করছে কোচবিহারে ৷ তার জ্বলন্ত প্রমাণ আজ দিনহাটা শহরের বুকে উদয়ন গুহের উপর আক্রমণ ৷ তাঁর হাত ভেঙে দেওয়া , তাঁর গাড়ি ভাঙচুর করা, তাঁর দেহরক্ষীর মাথা ফাটিয়ে দেওয়া এবং দু'জন তৃণমূল কর্মীকে খুন করেছে বিজেপি গুন্ডারা...' ৷