কোচবিহার, 25 মে : উত্তরপ্রদেশের বেনারসে দেবত্র ত্রাস্টের জমিতে রাজ্য সরকার বঙ্গভবন তৈরির সিদ্ধান্ত নিয়েছে । সেই ভবনের নাম মহারাজা হরেন্দ্র নারায়ণের নামে করার দাবিতে আন্দোলনে নামল বিশ্ব রাজবংশী উন্নয়ন মঞ্চ (Protest in Cooch Behar by Viswa Rajbanshi Unnayan Mancha)। বুধবার তাঁরা কোচবিহার জেলাশাসকের মাধ্যমে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়-এর কাছে এই দাবি পাঠায় ।
তাঁরা বলেন, "কোচবিহার রাজার জমি উত্তর প্রদেশের বেনারসে আছে আর ওই জমিতেই নাকি পশ্চিমবঙ্গ সরকার বঙ্গভবন তৈরি করতে যাচ্ছে । যদিও আমরা এর বিরোধিতা করছি না, তবুও ওই জমি নিয়ে কোচবিহার রাজার ঐতিহ্য, কোচবিহার রাজার ইতিহাস, কোচবিহার রাজার অনেক ভাবাবেগ জড়িয়ে আছে । এছাড়াও জড়িয়ে রয়েছে অনেক রাজবংশী মানুষের আবেগ । তাই মহারাজার নামে ওই ভবন তৈরি করতে হবে ।"