পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

তুফানগঞ্জে CDPO-কে তালাবন্ধ করে বিক্ষোভ অঙ্গনওয়াড়ি কর্মীদের - কোচবিহার

অঙ্গনওয়াড়ি কর্মী বর্ণালী চক্রবর্তী বলেন, ‘‘কয়েকদিন ধরেই আমার কাশি হচ্ছিল । তাই অঙ্গনওয়াড়ি সেন্টারের অভিভাবকেরা বলেছিল সেন্টারে না আসার জন্য । সেবিষয়ে এদিন CDPO-র সঙ্গে কথা বলতে এবং সেন্টারের খরচের বিষয়টি জানাতে গেলে CDPO দুর্ব্যবহার করেন ।

protest against CDPO of tufangunje of Cooch behar
তুফানগঞ্জে CDPO কে তালাবন্ধ করে বিক্ষোভ অঙ্গনওয়াড়ি কর্মীদের

By

Published : Mar 16, 2020, 7:34 PM IST

Updated : Mar 16, 2020, 8:47 PM IST

কোচবিহার, 16 মার্চ : CDPO-র দুর্ব্যবহারের প্রতিবাদে তাঁর অফিসে তালা মেরে বিক্ষোভ দেখালেন অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকারা । আজ তুফানগঞ্জ-1 ব্লকের CDPO -র দপ্তরে ঘটনাটি ঘটে । এই ঘটনায় দীর্ঘ সময় তালাবন্ধ অবস্থায় থাকেন ওই আধিকারিক । অঙ্গনওয়াড়ি কর্মীদের একাংশের অভিযোগ, তাঁরা অঙ্গনওয়াড়ি কেন্দ্রের জানুয়ারি মাসের জ্বালানি ও শাক-সবজির খরচের বিল পাননি । অভিযোগ জানাতে গেলে CDPO দুর্ব্যবহার করেন বলে জানান অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকারা ৷

অঙ্গনওয়াড়ি কর্মীদের বিক্ষোভ

এক অঙ্গনওয়াড়ি কর্মী বর্ণালী চক্রবর্তী বলেন, ‘‘কয়েকদিন ধরেই আমার কাশি হচ্ছিল । তাই অঙ্গনওয়াড়ি সেন্টারের অভিভাবকেরা বলছিল সেন্টারে না আসার জন্য । সেবিষয়ে এদিন CDPO-র সঙ্গে কথা বলতে এবং সেন্টারের খরচের বিষয়টি জানাতে গেলে তিনি দুর্ব্যবহার করে । তাই তালাবন্ধ করে রেখেছি ।’’ CDPO প্রবীর ঘোষ অবশ্য জানান, বিল দু’একদিনের মধ্যে পেয়ে যাবেন অঙ্গনওয়াড়ি কর্মীরা । এর বেশি কোনও মন্তব্য করতে চাননি তিনি । খবর পেয়ে ঘটনাস্থানে পৌঁছায় তুফানগঞ্জ থানার পুলিশ । এদিকে রাত পর্যন্ত নিজের দপ্তরে তালাবন্ধ অবস্থায় ছিলেন ৷

Last Updated : Mar 16, 2020, 8:47 PM IST

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details