কোচবিহার, ২৮ ফেব্রুয়ারি : অধ্যাপককে মারধরের ঘটনা ঘটল কোচবিহারের মাথাভাঙা ২ নম্বর ব্লকের ঘোকসাডাঙা বীরেন্দ্র মহাবিদ্যালয়ে। ইতিহাস বিষয়ের এই অধ্যাপকের নাম অমৃতকুমার শীল। ইন্টারনাল পরীক্ষায় ইতিহাসে শূন্য পাওয়ায় ওই অধ্যাপকের ওপর চড়াও হয় কয়েকজন ছাত্র। ঘটনাটি মঙ্গলবার হলেও বুধবার রাতে অভিযোগ দায়ের হয় থানায়। অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্তে নেমেছে ঘোকসাডাঙা থানার পুলিশ।
নতুন নিয়ম অনুযায়ী প্রতিটি কলেজের সেমিস্টারে ইন্টারনাল ১০ নম্বর থাকে। অধ্যাপক কয়েকজন ছাত্রকে সেই সেমিস্টারে শূন্য দিয়েছেন। যদিও অধ্যাপকের দাবি অভিযুক্ত ছাত্ররা পরীক্ষায় উপস্থিত ছিল না। উপস্থিত না থাকলেও নম্বর দিতে হবে তেমন কোনও ইন্সট্রাকশন কর্তৃপক্ষ দেয়নি। সেইকারণে বেশ কয়েকজন ছাত্রের খাতায় কোনও নম্বর না দিয়েই তিনি খাতা জমা দেন। কিন্তু, রেজ়াল্ট বের হলে ওই ছাত্ররা ক্ষিপ্ত হয়। এর পর রাজু বিশ্বাস নামে এক বহিরাগতের নেতৃত্বে তারা চড়াও হয়।