পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

PM Modi Announces Compensation: চ্যাংড়াবান্ধায় বিদ্যুৎস্পষ্ট হওয়ার ঘটনায় আর্থিক সাহায্য ঘোষণা প্রধানমন্ত্রীর - চ্যাংড়াবান্ধায় বিদ্যুৎস্পষ্ট হওয়ার ঘটনায় আর্থিক সাহায্য ঘোষণা প্রধানমন্ত্রীর

রবিবার রাতে কোচবিহারের চ্যাংরাবান্ধায় বিদ্যুৎস্পষ্ট হয়ে 10 জন পুণ্যার্থীর মৃত্যু হয় । আহত হন 16 জন ৷ ওই ঘটনায় নিহতদের পরিবার ও আহতদের জন্য আর্থিক সাহায্য ঘোষণা করা হল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (Prime Minister Narendra Modi) দফতর থেকে ৷

prime-minister-narendra-modi-announces-compensation-for-jalpesh-victims
PM Modi Announces Compensation: চ্যাংড়াবান্ধায় বিদ্যুৎস্পষ্ট হওয়ার ঘটনায় আর্থিক সাহায্য ঘোষণা প্রধানমন্ত্রীর

By

Published : Aug 2, 2022, 8:08 PM IST

জলপাইগুড়ি, 2 অগস্ট : জল্পেশ মন্দিরে আসার পথে দুর্ঘটনা (Jalpesh Electrocution Accident) । পুণ্যার্থীদের গাড়িতে বিদ্যুৎস্পষ্ট হয়ে মৃত্যু হয় 10 জনের ৷ মৃত পুণ্যার্থীদের পরিবারকে দুই লক্ষ টাকা করে ও আহতদের 50 হাজার টাকা করে আর্থিক সাহায্য দেওয়ার ঘোষণা করল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (Prime Minister Narendra Modi) দফতর ৷

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির দফতরের টুইট

এদিন বিকেলে প্রধানমন্ত্রীর দফতর থেকে টুইট করে এই দুর্ঘটনা নিয়ে শোকবার্তা দেওয়া হয় ৷ তারই সঙ্গে এই আর্থিক সাহায্যের কথা ঘোষণা করা হয় ৷ ইতিমধ্যেই রাজ্য সরকারের পক্ষ থেকে মৃতদের পরিবারে দুই লক্ষ টাকা দিয়ে সাহায্য করা হয়েছে । ওই আর্থিক সাহায্য দেওয়ার জন্য উপস্থিত ছিলেন রাজ্যের বিদ্যুৎমন্ত্রী অরূপ বিশ্বাস (Bengal Minister Aroop Biswas) ৷

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির দফতরের টুইট

রবিবার গভীর রাতে কোচবিহারের চ্যাংরাবান্ধায় ডিজের জেনারেটর থেকে শর্ট সার্কিট হয়ে 10 জনের মৃত্যু হয় । কোচবিহারের শীতলকুচি থেকে ওই পুণ্যার্থীরা এসেছিলেন ৷ প্রায় 35 জন ছিলেন ওই দলে ৷ জল্পেশ মন্দিরে যাওয়ার সময় ওই দুর্ঘটনাটি ঘটে ৷ 16 জন আহত হন ৷ তাঁরা জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে চিকিৎসাধীন ৷

আরও পড়ুন :Jalpesh Death Compensation: জল্পেশে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃতদের পরিবারকে 2 লক্ষ টাকা করে আর্থিক সাহায্য রাজ্যের

ABOUT THE AUTHOR

...view details