পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

দিনহাটায় তৃণমূল কর্মী খুনে রাজনীতি না কি পারিবারিক বিবাদ ! তদন্তে আটক 2 - family problem

স্থানীয়দের মতে, মৃত আজিজুর রহমানের ছেলের সঙ্গে অভিযুক্ত আজ়াহার মিঞার মেয়ের বিয়ে হয়েছিল । বিয়ে টেকেনি । অভিযোগ, তা নিয়ে বিবাদের জেরেই খুন হতে হয়েছে আজিজুর রহমানকে ।

রাজনীতি না কি পারিবারিক বিবাদ

By

Published : Jun 6, 2019, 2:41 PM IST

কোচবিহার, 6 জুন : গতকাল তৃণমূল কংগ্রেস কর্মীর খুনের ঘটনায় আজ দিনহাটা থানার পুলিশ BJP কর্মী আজ়াহার মিয়া ও তার স্ত্রীকে আটক করেছে । পুলিশের দাবি, পারিবারিক বিবাদের জেরেই আজিজুর রহমান খুন করে আজ়হারকে ।

পুলিশ সূত্রে জানা গেছে, আজিজুরের ছেলের সঙ্গে আজ়াহারের মেয়ের বিয়ে হয়েছিল । কিন্তু বিয়ে টেকেনি । তা নিয়ে বিবাদের জেরেই খুন করা হয়েছে আজিজুরকে ।

5 বছর আগে আজিজুরের ছেলে আবদুল আউলালের সঙ্গে আজ়াহারের মেয়ে পিঙ্কির বিয়ে হয় । কিন্তু তাদের বিয়ে টেকেনি । দু'জনে আলাদা সংসার পাতে । তাদের ডিভোর্সের মামলা চলছে । ঘটনার জেরে দীর্ঘদিন ধরেই দুই পরিবারের অশান্তি চলছে ।

অভিযোগ, ইদের দিন আজিজুর বাজার থেকে বাড়ি ফেরার সময় আজ়াহার ও তার বিবি তাকে বাড়িতে ডেকে নিয়ে যায় । এরপর তাকে লাঠি দিয়ে বেধড়ক মারধর করে ও শ্বাসরোধ করে খুন করে । খবর পেয়ে ঘটনাস্থানে যায় দিনহাটা থানার পুলিশ । মৃতদেহ ময়নাতদন্তে পাঠায় পুলিশ ।

ঘটনার তদন্তে নেমে পুলিশ জানতে পারে দুই পরিবারের মধ্যে পারিবারিক বিবাদ ছিল । স্থানীয়দেরও একই মত । তাই প্রাথমিক তদন্তের পর পুলিশ জানিয়েছে, রাজনীতি নয়, পারিবারিক বিবাদের জেরেই খুন হতে হয়েছে আজিজুরকে ।

ABOUT THE AUTHOR

...view details