পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

রাজনৈতিক হিংসায় উত্তপ্ত শীতলকুচি, নিহত বিজেপি সমর্থক - Sitalkuchi

তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরাই এই ঘটনা ঘটিয়েছে বলে বিজেপির অভিযোগ ৷ এদিকে এই পরিস্থিতিতে এলাকা শান্ত করতে ঘটনাস্থলে পুলিশ গিয়েছে বলে খবর ৷

রাজনৈতিক হিংসায় উত্তপ্ত শীতলকুচি, নিহত বিজেপি সমর্থক
রাজনৈতিক হিংসায় উত্তপ্ত শীতলকুচি, নিহত বিজেপি সমর্থক

By

Published : May 3, 2021, 3:58 PM IST

শীতলকুচি, 3 মে : ভোটের দিন গুলি চালানোর ঘটনায় খবরের শিরোনামে এসেছিল কোচবিহারের শীতলকুচি ৷ এবার বিধানসভা নির্বাচনের ফলাফল ঘোষণার পরও উত্তপ্ত হয়ে উঠল কোচবিহারের এই বিধানসভা এলাকা ৷ এবারও চলল গুলি ৷ গুলিবিদ্ধ হয়ে মৃত্যু হল মানিক মৈত্র নামে এক বিজেপি সমর্থকের ৷ তিনি শীতলকুচির ছোট শালবাড়ি অঞ্চলের বাসিন্দা৷

বিজেপি নেতা পবিত্র বর্মনের অভিযোগ, শতাধিক বাড়ি ভাঙচুর করা হয়েছে ৷ মারধর করা হয়েছে দলের কর্মী-সমর্থকদের ৷ বোমাবাজি হয়েছে ৷ লুঠপাট চালানো হয়েছে ৷ এই ঘটনায় আহত হয়েছেন অন্তত 35 জন ৷ শীতলকুচিতে বিজেপি প্রার্থী বরেনচন্দ্র বর্মনের জয়ের খবর প্রকাশ্যে আসার পর থেকে ওই এলাকায় ক্রমশ উত্তেজনা ছড়াতে থাকে ৷ তার পর রাতের দিকে উত্তপ্ত পরিস্থিতি মারাত্মক আকার ধারণ করে ৷ তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরাই এই ঘটনা ঘটিয়েছে বলে বিজেপির অভিযোগ ৷

রাজনৈতিক হিংসায় উত্তপ্ত শীতলকুচি, নিহত বিজেপি সমর্থক

অন্যদিকে তৃণমূল কংগ্রেসের তরফে অভিযোগ অস্বীকার করা হয়েছে ৷ শাসক দলের নেতা শাহের আলি জানান, তাঁদের কর্মীদের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করা হচ্ছে ৷

রাজনৈতিক হিংসায় উত্তপ্ত শীতলকুচি, নিহত বিজেপি সমর্থক

এদিকে এই পরিস্থিতিতে এলাকা শান্ত করতে ঘটনাস্থলে পুলিশ গিয়েছে বলে খবর ৷ তবে কাউকে গ্রেফতার করা হয়েছে কি না জানা যায়নি ৷ পুলিশের একটি সূত্রের খবর, পরিস্থিতির দিকে নজর রাখা হয়েছে ৷ নতুন করে যাতে আর গোলমাল না ছড়ায়, সেদিকে পুলিশের নজর রয়েছে ৷

আরও পড়ুন :সোনারপুরে খুন বিজেপি কর্মী

শীতলকুচিতে ভোট হয় তৃতীয় দফায়, গত 10 এপ্রিল ৷ সেদিন ভোটের শুরুতেই সেখানে এক বিজেপি সমর্থক ভোটের লাইনে গুলিবিদ্ধ হয়ে মারা যান ৷ পরে কেন্দ্রীয় বাহিনীর গুলিতে চারজনের মৃত্যু হয় ৷ আহত হন বেশ কয়েকজন ৷

ABOUT THE AUTHOR

...view details