দিনহাটা, 18 ফেব্রুয়ারি: কেন্দ্রীয় স্বরাষ্ট্র দফতরের প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিকের বাড়ি ঘেরাও কর্মসূচিকে কেন্দ্র করে গণ্ডগোল এড়াতে কড়া নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হল ভেটাগুড়ি । আগামিকাল সকাল 10টা থেকে এই বিক্ষোভ কর্মসূচি রয়েছে । তৃণমূলের এই কর্মসূচিকে কেন্দ্র করে ভেটাগুড়ি চৌপথিতে সভামঞ্চ করা হয়েছে । সেই সভামঞ্চ থেকে নেতৃত্বরা বক্তব্য রাখবেন । পাশাপাশি কর্মীরা যাতে বসে দিনভর অবস্থান বিক্ষোভে অংশ নিতে পারেন সেজন্য দিনহাটা-কোচবিহার রাজ্য সড়কের একাংশে এবং ভেটাগুড়ি ষ্টেশন রোডে মঞ্চ করা হয়েছে।
শনিবার ভেটাগুড়ি এলাকা পরিদর্শন করেন কোচবিহারের অতিরিক্ত পুলিশ সুপার কে সানিরাজ । তিনি ভেটাগুড়ি চৌপথি-সহ কেন্দ্রীয় স্বরাষ্ট্র দফতরের প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিকের বাড়ির এলাকা ঘুরে দেখেন । তৃণমূলের দিনহাটা-1 বি ব্লক সভাপতি অনন্ত বর্মন বলেন, "সকাল 10টা থেকে বিক্ষোভ কর্মসূচি শুরু হবে । বিকেল 6টা পর্যন্ত চলবে । প্রস্তুতি সম্পন্ন ।" বিজেপির কোচবিহার জেলা সম্পাদক বিরাজ বোস বলেন, "বাড়ি ঘেরাও তো দূরের কথা ওরা বাড়ির ত্রিসীমানায় ঢুকয়ে পারবে না ।"
প্রসঙ্গত, বিএসএফের গুলিতে গত 24 ডিসেম্বর প্রেমকুমার বর্মন নামে এক যুবকের মৃত্যুর ঘটনায় উত্তেজনা ছড়ায় দিনহাটা থানার অন্তর্গত গিতালদহ -2 গ্রাম পঞ্চায়েতের বাংলাদেশ সীমান্ত লাগোয়া ঘোষপাড়া গ্রামে । বিএসএফের দাবি, ওই ব্যক্তি গরুপাচারের সঙ্গে যুক্ত । সীমান্ত দিয়ে যখন বাংলাদেশে গরুপাচার করছিল সেসময় বিএসএফের সঙ্গে তাঁর ঝামেলা বাধে । বিএসএফের উপর হামলা চালায় তিনি ৷ উলটে বিএসএফ গুলি চালায় । তখনই তাঁর মৃত্যু হয় । যদিও মৃতের পরিবারের দাবি, সেদিন সকালে তিনি জমিতে তামাক চাষ করতে গিয়েছিলেন । তখনই বিএসএফ গুলি চালায় । সেই গুলিতে মৃত্যু হয় তাঁর ।
এই ঘটনার পর গত 11 ফেব্রুয়ারি কোচবিহারের মাথাভাঙায় সভা করতে আসেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee) । সেই সভামঞ্চে বিএসএফের গুলিতে নিহত যুবক প্রেমকুমার বর্মনের পরিবারের সদস্যদের পাশে দাঁড়ানোর আশ্বাস দেন তিনি । দিনদুয়েক পর কলকাতায় ফিরে অভিষেক বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেন, 19 ফেব্রুয়ারি রবিবার কেন্দ্রীয় স্বরাষ্ট্র দফতরের প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিকের বাড়ি ঘেরাও করা হবে । আগামিকাল রবিবার সেই কর্মসূচি ঘিরে জোর ব্যস্ততা । পাশাপাশি অশান্তি এড়াতে কড়া পুলিশি নিরাপত্তার ব্যবস্থা করা হচ্ছে ।
আরও পড়ুন:পাশে থাকার আশ্বাস, অভিষেকের কথায় আশ্বস্ত প্রেমকুমারের পরিবার