মেখলিগঞ্জ, 3 এপ্রিল : লকডাউনের বাজারে কেউ যাতে অভুক্ত না থাকে তার জন্য বিনামূূল্যে রেশন দেওয়ার কথা ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী । তাঁর নির্দেশে মঙ্গলবার থেকে দেওয়া শুরু হয়েছিল রেশন । কিন্তু রেশন দেওয়া হলেও সঠিক পরিমাণে খাদ্য সামগ্রী মিলছে না বলে অভিযোগ ওঠে কোচবিহারের মেখলিগঞ্জে । অভিযোগ পেয়েই রেশন ডিলারকে শোকজ় করল পুলিশ ।
কোরোনার যাবতীয় নির্দেশিকা মেনে রেশন চালু করা হয় রাজ্য সরকারের তরফে । কিন্তু মেখলিগঞ্জের ভোটবাড়ি এলাকায় রেশন ডিলারের বিরুদ্ধে খাদ্য সামগ্রী নির্দিষ্ট পরিমাণের তুলনায় কম দেওয়ার অভিযোগ উঠল । সঙ্গে বৈধ কোনও রসিদও দেওয়া হচ্ছে না বলে অভিযোগ । এরপরই গতকাল রেশন দেওয়া বন্ধ করে দিয়ে বিক্ষোভ দেখাতে শুরু করে স্থানীয়রা । খবর পেয়ে ঘটনাস্থানে পৌঁছায় মেখলিগঞ্জ থানার পুলিশ এবং মেখলিগঞ্জ মহকুমা খাদ্য নিয়ামক রফিকুল ইসলাম । পরে পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে ৷