পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

পঞ্চায়েত সদস্যর বাড়িতে মদ বিক্রি? হানা দিয়ে বিক্ষোভের মুখে পুলিশ - undefined

মদ বাজেয়াপ্ত করতে গিয়ে বিক্ষোভের মুখে পড়ল পুলিশ।

স্থানীয়দের বিক্ষোভ

By

Published : Mar 21, 2019, 11:57 PM IST

কোচবিহার, ২১ মার্চ : মদ বাজেয়াপ্ত করতে গিয়ে বিক্ষোভের মুখে পড়ল পুলিশ। ঘটনাটি কোচবিহারের মেখলিগঞ্জ ব্লকের জামালদহের। আজ বিকেলে এক তৃণমূল কংগ্রেস পঞ্চায়েত সদস্যের বাড়িতে অভিযান চালায় পুলিশ। পুলিশের কাছে খবর ছিল ওই ব্যক্তির বাড়িতে বেআইনিভাবে মদ মজুত করা হয়েছে। ওই পঞ্চায়েত সদস্যের নাম অগেন বর্মণ।

পুলিশ ক্রেতার পরিচয়ে প্রথমে বাড়ির একটি মেয়ের কাছে মদ চায়। মদ না পেলেও বাড়িতে তল্লাশি চালায় বলে পঞ্চায়েত সদস্যের অভিযোগ। বাড়িতে পুলিশ এসেছে শুনে পঞ্চায়েত সদস্যসহ এলাকার লোকজন পুলিশের গাড়ি ঘিরে বিক্ষোভ দেখা। পুলিশকে প্রকাশ্যে ক্ষমা চাইতে বলেন ওই পঞ্চায়েত সদস্য। ঘটনায় উত্তেজনা ছড়ায় এলাকায়।

স্থানীয়দের বিক্ষোভ

পুলিশ সুত্রে জানা গেছে "পুলিশের কাছে ওই পঞ্চায়েত সদস্যের বাড়িতে বেআইনিভাবে মদ বিক্রি হয় বলে খবর ছিল। যদিও সেখানে হানা দিয়ে কোনও মদ উদ্ধার হয়নি।

তবে অভিযোগ, আগে ওই পঞ্চায়েত সদস্যর বাড়িতে নাকি অবৈধভাবে মদ বিক্রি হত। অগেন বর্মণের অভিযোগ, তিনি মদ বিক্রি করেন না বা তাঁর বাড়িতে মদ বিক্রি হয় না। তবুও পুলিশ কেন এল, তিনি বুঝতে পারছে না। অগেন বলেন, "গোটা ঘটনায় পুলিশ ক্ষমা চেয়েছে।"

For All Latest Updates

TAGGED:

ABOUT THE AUTHOR

...view details