কোচবিহার, 7 এপ্রিল: কোরোনা পরিস্থিতিতে দেশজুড়ে চলছে লকডাউন। তথাপি, কোচবিহারের মেখলিগঞ্জ ও হলদিবাড়ির মধ্যে জয়ী সেতুর কাজ চলছে। সেই কাজেই বাইরে থেকে পাথরভর্তি লরি আসায় প্রতিবাদ দেখাল স্থানীয় বাসিন্দারা। ঘটনায় উত্তপ্ত হয়ে উঠল মেখলিগঞ্জ৷ বর্তমান পরিস্থিতিতে এলাকায় বাইরের গাড়ি যাতে না আসে তার ব্যবস্থা নিতে স্থানীয় বাসিন্দারাই আজ ব্রিজের কাজে আসা লরিগুলিকে আটক করে৷ পরে পুলিশ ঘটনাস্থানে এলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে৷ পুলিশকে লক্ষ্য করে ইট-পাথর ছুড়তে শুরু করা জনতা৷ পুলিশের দাবি, এতে আহত হয়েছেন এক পুলিশকর্মী। অন্যদিকে জনতার দাবি, তাঁদের উপর যথেচ্ছ লাঠিচার্জ করা হয়েছে।
স্থানীয়দের অভিযোগ, লকডাউনেও বিভিন্ন জায়গা থেকে সেতুর কাজে বোল্ডার বোঝাই লরি ঢুকছে মেখলিগঞ্জে। এতে সংক্রমণ ছড়াবে বলে অশঙ্কা করছেন তাঁরা। আর সেই কারণেই আজ লরি আটকে প্রতিবাদে দেখান তাঁরা । দাবি ছিল, বর্তমান পরিস্থিতিতে বাইরের লরি চালকেরা আসতে পারবেন না। স্থানীয় বাসিন্দারা যখন বিক্ষোভ দেখাচ্ছিলেন, সেই সময় খবর পেয়ে ঘটনাস্থানে আসে মেখলিগঞ্জ থানার পুলিশ। এরপরেই পুলিশকে লক্ষ্য করে ইট-পাথর ছোড়ে বাসিন্দারা৷ যাতে এক পুলিশকর্মী আহত হন। অন্যদিকে বাসিন্দাদের অভিযোগ, পুলিশ লাঠিচার্জ করে তাড়িয়ে দেয় স্থানীয়দের৷