পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

কোচবিহারে অবৈধ বালি পাচারের গাড়ি আটকাতে গিয়ে আক্রান্ত পুলিশ

বালির একটি ট্র্যাক আটক করার পরই ঝামেলা শুরু হয় । পুলিশের উপর ধারালো অস্ত্র দিয়ে আক্রমণের চেষ্টা চালায় দুষ্কৃতীরা । বেধড়ক মারধর করা হয় পুলিশ কর্মীদের। গাড়ি ফেলে ঘটনাস্থান থেকে পালিয়ে যায় পুলিশ ।

ছবি
ছবি

By

Published : May 2, 2020, 5:13 PM IST

কোচবিহার, 2 মে : অবৈধ বালি পাচারের গাড়ি আটকানোকে কেন্দ্র করে পুলিশের সঙ্গে পাচারকারীদের সংঘর্ষ । পুলিশের উপর ধারালো অস্ত্র দিয়ে আক্রমণের চেষ্টা চালাল দুষ্কৃতীরা । প্রাণ বাঁচাতে পাটচাষের জমিতs গাড়ি রেখে পালায় পুলিশকর্মীরা । কোচবিহারের মেখলিগঞ্জের জামালদহের ঘটনা ৷

এর আগেও সুটুঙ্গা নদী থেকে অবৈধভাবে বালি পাচার করার অভিযোগ উঠেছে । লকডাউনের মাঝেও বালি পাচার চলছে বলে খবর পাওয়া যায় ৷ অভিযোগের পরিপ্রেক্ষিতে আজ ঘটনাস্থানে পৌঁছায় পুলিশ । পরে বালির একটি ট্র্যাক আটক করা হয় । এরপরই পাচারকারীদের সঙ্গে পুলিশের বচসা শুরু হয় । মুহূর্তেই পুলিশের উপর চড়াও হয় পাচারকারীরা । বেধড়ক মারধর করতে শুরু করে। পুলিশের গাড়ির চাবি ছিনিয়ে নেওয়া হয় । এরপর কোনওরকমে সেখানেই গাড়ি ফেলে ঘটনাস্থান থেকে পালিয়ে যায় পুলিশ । স্থানীয়দের তরফে জানা গেছে, ঘটনায় খবর সংগ্রহ করতে গেলে ক্যামেরা ও মোবাইল কেড়ে নিয়ে দুই সাংবাদিককেও মারধর করা হয়। ছবি তুলতে বাধা দেওয়া হয় তাঁদের। খবর পেয়ে আরও পুলিশ নিয়ে ঘটনাস্থানে পৌঁছায় পুলিশ । কিন্তু ততক্ষণে ঘটনাস্থান থেকে পালিয়ে যায় পাচারকারীরা । তাঁদের খোঁজে তল্লাশি চলছে । এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে।

এবিষয়ে গ্রাম পঞ্চায়েত সদস্য আতাবুল ইসলাম বলেন, "নিন্দনীয় ঘটনা । পুলিশ ও সংবাদকর্মীদের নিগৃহীত হওয়ার ঘটনার তীব্র নিন্দা করছি । সমস্যার দ্রুত সমাধান করার চেষ্টা চলছে ।''

ABOUT THE AUTHOR

...view details