কোচবিহার, 24 মে : করোনার সংক্রমণ ঠেকাতে কার্যত লকডাউন চলছে গোটা রাজ্যে ৷ কিন্তু বিভিন্ন জায়গা থেকে সরকারি নির্দেশ উপেক্ষা করার অভিযোগ আসছে ৷ তেমনই একটি অভিযোগকে কেন্দ্র ধুন্ধুমার বাঁধল কোচবিহারের পুন্ডিবাড়ি থানা এলাকায় ৷
অভিযোগ, লকডাউনে রাজ্য সরকারের কড়া বিধিনিষেধ উপেক্ষা করে চলছিল অসামাজিক আড্ডা । খবর পেয়ে এলাকায় পুলিশ টহল দিতে গিয়ে অসামাজিক কাজকর্ম করতে থাকা ওই যুবকদের তাড়াতে যায়৷ পুলিশের উপর চড়াও হয় ওই যুবকরা । হাতে ধারালো অস্ত্র থেকে শুরু করে বাঁশ, বাটাম নিয়ে পুলিশের উপর আক্রমণ করা হয়। ভাঙচুর করা হয় পুলিশের গাড়ি ।