শীতলকুচি (কোচবিহার), 26 মে: সুপারি গাছ কাটা নিয়ে বিবাদের জেরে প্রাণ গেল একজনের ৷ ঘটনাটি ঘটেছে কোচবিহার শীতলকুচিতে ৷ অভিযোগ, ওই বিবাদের জেরে ভাইপোর হাতে খুন হয়েছেন কাকা ৷ শুক্রবার সকালে ঘটনাটি ঘটেছে কোচবিহারের শীতলকুচি ব্লকের গোঁসাইরহাট গ্রাম পঞ্চায়েতের খারিজা ধাপের চাত্রা গ্রামে । খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে যায় শীতলকুচি থানার পুলিশ ৷
শীতলকুচি থানার পুলিশ সূত্রে জানা গিয়েছে, শুক্রবার সকাল সাড়ে ছ’টা গ্রামের যুবক সেরাজুল মিয়াঁর সঙ্গে তাঁর কাকা আবেদ আলি মিয়াঁর বাড়ির পিছনে থাকা সুপারি গাছ কাটা নিয়ে তুমুল বাকবিতন্ডা শুরু হয় । জানা গিয়েছে, সিরাজুল একটি মরা সুপারি গাছ কাটছিলেন ৷ সেই সময় তাঁর কাকা বাধা দেন । এই নিয়ে দু’জনের মধ্যে ঝামেলা হয় ৷ অভিযোগ, সেই সময় সেরাজুল তাঁর কাকার মাথায় কুড়ুল দিয়ে কোপ মারেন । ঘটনাস্থলেই রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়ে যান আবেদ আলি ৷ স্থানীয়রা তাঁকে উদ্ধার করে মাথাভাঙা মহকুমা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন ।