কোচবিহার, 6 মে: স্বামী এবং ছেলে থাকেন ভিনরাজ্যে ৷ সেই সুযোগে ফাঁকা বাড়িতে গৃহবধূর ঘরে ঢুকে ধর্ষণের চেষ্টার অভিযোগ ল'ক্লার্কের বিরুদ্ধে ৷ বৃহস্পতিবার রাতের ঘটনাটি কোচবিহারের মেখলিগঞ্জের। নির্যাতিতা স্থানীয় থানার অভিযুক্তের বিরুদ্ধে এফআইআর দায়ের করার পরেই, শনিবার অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ ৷
অভিযোগ, বৃহস্পতিবার রাতে মহিলার ঘরে ঢুকে ধর্ষণের চেষ্টা করে অভিযুক্ত রবিউল ইসলাম । সেই সময় গৃহবধূর চিৎকার শুনে ছুটে আসেন বাড়ির আশেপাশের লোকজন এবং পরিবারের সদস্যরা। তারা হাতেনাতে ধরে ফেলেন অভিযুক্তকে ৷ পরিবারের সদস্যরা অভিযুক্তকে মারধরের পর পুলিশের হাতে তুলে দেন। স্থানীয় সূত্রে খবর, ওই গৃহবধূর স্বামী ও ছেলে কাজের জন্য ভিন রাজ্যে থাকেন ৷ তাই বাড়িতে একাই থাকেন ওই বধূ ৷ নির্যাতিতা ও অভিযুক্ত দু‘জনেই একই গ্রামের বাসিন্দা ৷ তারা এক অপরকে চিনতেন আগে থেকেই ৷ সেই সুযোগকেই কাজে লাগিয়ে অপকর্ম করার চেষ্টা করে অভিযুক্ত ৷ অভিযুক্ত রবিউল ইসলাম মেখলিগঞ্জ মহকুমা আদালতে মহুরির কাজ করেন । ইতিমধ্যেই মেখলিগঞ্জ থানায় পুলিশের দ্বারস্থ হয়েছেন ওই গৃহবধূ ।