কোচবিহার, 18 মার্চ : প্লাস্টিকের ডিম সন্দেহে আতঙ্ক ছড়াল কোচবিহারের চাকিরমোড় এলাকায় । খবর পেয়ে ঘটনাস্থানে পৌঁছায় পৌরকর্মীরা । পরীক্ষার জন্য ওই ডিমগুলি সংগ্রহ করা হয়েছে ।
প্লাস্টিকের ডিম সন্দেহে আতঙ্ক ছড়াল কোচবিহারে - coochbehar
কোচবিহারের চাকিরমোড় এলাকার বাসিন্দা মহুয়া সরকার আজ পাশের দোকান থেকে ডিম কিনে এনেছিলেন । ডিমগুলি সেদ্ধ করার পর দেখেন ডিমের সাদা অংশটি পিঁয়াজের খোসার মতো আলাদা হয়ে যাচ্ছে । পাশাপাশি দুর্গন্ধ বের হচ্ছে । পরে পৌরসভার ফুড সেফটি বিভাগের আধিকারিকরা এসে ডিমগুলি পরীক্ষার জন্য সংগ্রহ করে নিয়ে যায় ।
স্থানীয় ও পৌরসভা সূত্রে খবর, ওই এলাকার বাসিন্দা মহুয়া সরকার আজ সকালে তাঁর বাড়ির পাশের একটি দোকান থেকে কয়েকটি ডিম কিনেছিলেন । ডিমগুলি সেদ্ধ করে খোসা ছাড়ানোর সময় অসঙ্গতি লক্ষ্য করেন । জানান, ডিমের সাদা অংশটি পিঁয়াজের খোসার মতো আলাদা হয়ে খুলে যাচ্ছিল । সঙ্গে খুব দুর্গন্ধ বের হচ্ছিল । ঘটনায় রীতিমতো আতঙ্ক ছড়ায় এলাকায় ।
স্থানীয় প্রশাসনকে বিষয়টি জানানো হয় । খবর পেয়ে কোচবিহার পৌরসভার ফুড সেফটি টিম ঘটনাস্থানে পৌঁছায় । সংশ্লিষ্ট আধিকারিক বিশ্বজিৎ রায় জানান, প্রাথমিকভাবে দেখে ডিমগুলি আসল নয় বলেই মনে হচ্ছে । রাসায়নিক প্রয়োগ করে ডিমগুলি তৈরি করা হতে পারে । বলেন, "আমরা পরীক্ষার জন্য ওই বাড়ি থেকে ডিমগুলি সংগ্রহ করেছি । পাশাপাশি যে দোকান থেকে কেনা হয়েছিল সেই দোকানে গিয়ে বাকি ডিমগুলিও সংগ্রহ করেছি । ডিমগুলিকে পরীক্ষার জন্য পাঠানো হয়েছে ।