কোচবিহার, 13 মে : 'স্বজল গ্রাম প্রকল্প'-র দ্বারা কোচবিহার জেলার 117টি গ্রামে পানীয় জল পৌঁছবে। তার জন্য 38 কোটি টাকার ডিপিআর তৈরি করেছে জেলা জনস্বাস্থ্য কারিগরি দফতর (PHED take water supply project) । সবকিছু ঠিকঠাক থাকলে আগামি মাসেই কাজ শুরু হবে।
কোচবিহার জেলা পরিষদের সভাধিপতি তথা ডিস্ট্রিক্ট ওয়াটার অ্যান্ড স্যানিটেশন মিশনের চেয়ারম্যান উমাকান্ত বর্মন বলেন, "সমস্ত কাজ দ্রুত করার জন্য নির্দেশ দেওয়া হয়েছে।" জেলা প্রশাসন সূত্রে জানা গিয়েছে, কোচবিহার জেলায় বর্তমানে 1 হাজার 183টি গ্রাম রয়েছে। তারমধ্যে বেশকিছু গ্রামে 'জলস্বপ্ন প্রকল্প'-র মধ্য দিয়ে বাড়িতে বাড়িতে পানীয় জলের সংযোগ পৌঁছে গিয়েছে। আরও বেশকিছু গ্রামে এখনও কাজ চলছে। পাশাপাশি কোচবিহার জেলা জুড়ে শুরু হয়েছে 'স্বজল গ্রাম প্রকল্প'। এই প্রকল্পের আওতায় 100-র বেশি পরিবার রয়েছে ৷ জেলার 185টি গ্রামে বাড়ি বাড়ি জল পৌঁছে দিতে রাজ্য সরকারের তরফে নির্দেশ দেওয়া হয়েছিল।