পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

সামাজিক দূরত্ব বজায় রেখেই রেশন দোকানে, সচেতনতার ছবি কোচবিহারে

রেশন দোকানে ভিড় এড়াতে সামাজিক দূরত্ব বজায় রাখতে দেখা গেল গ্রাহকদের । পণ্য দেওয়া নেওয়ার ক্ষেত্রে সংস্পর্শ এড়াতেও বিশেষ ব্যবস্থা নজরে এল কোচবিহারের রেশন দোকানগুলিতে ।

social distance
সামাজিক দূরত্ব

By

Published : Apr 1, 2020, 12:18 PM IST

কোচবিহার, 1 এপ্রিল : অনেকেই যখন সামাজিক দূরত্ব মানছেন না তখন অন্য ছবি ধরা পড়ল কোচবিহারে । রেশনের দোকানে সামাজিক দূরত্ব বজায় রেখেই প্রয়োজনীয় সামগ্রী নিতে দেখা গেল গ্রাহকদের ।

কোচবিহার জেলায় পাঁচটি মহকুমায় প্রায় 25 লাখ মানুষ রেশন পেয়ে থাকে । রেশন দোকানের সংখ্যা 500-রও বেশি । লকডাউনের জেরে রেশন দেওয়া বন্ধ থাকায় তারা বিপাকে পড়ে। তবে গতকাল থেকে ফের রেশন ব্যবস্থা চালু হওয়ায় খানিকটা স্বস্তিতে তারা ।

আজ সকাল থেকেই কোচবিহারের একাধিক রেশন দোকানে গ্রাহকরা আসতে শুরু করে । কিন্তু, কোনওভাবেই যাতে জমায়েত না হয় তার জন্য জেলার প্রতিটি রেশন দোকানে এক মিটার দূরত্ব বজায় রেখে লাইনে দাঁড়াতে দেখা গেল গ্রাহকদের । শুধু তাই নয়, খাদ্য সামগ্রী দেওয়ার ক্ষেত্রেও যাতে গ্রাহক ও দোকানদারকে একে অপরের সংস্পর্সে আসতে না হয় সে ব্যবস্থাও নেওয়া হয়েছে ।

কোচবিহারের জেলাশাসক পবন কাদিয়ান বলেন, "জেলার প্রতিটি পরিবার যাতে সুষ্ঠুভাবে রেশন নিতে পারে সেজন্য যথাযথ ব্যবস্থা নেওয়া হয়েছে । রবিবার পর্যন্ত রেশন দেওয়া হবে ।"

ABOUT THE AUTHOR

...view details