পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

বছরের প্রথম দিন, সামাজিক দূরত্বকে বুড়ো আঙুল দেখিয়ে বাজারে ভিড় - কোচবিহার

বছরে এই একটা বারই তো সুযোগ আসে নতুন বছরকে আগমন জানানোর । আর কোরোনার জন্য সেই সুযোগ কি কখনও ছাড়া যায় ! এমনটা ভেবেই হয়তো সকাল থেকেই কোচবিহারের বিভিন্ন বাজারে ভিড় মানুষের ।

Coochbehar
কোচবিহার

By

Published : Apr 14, 2020, 3:39 PM IST

কোচবিহার, 14 এপ্রিল : নববর্ষ বলে কথা । তাও আবার মাছ-মাংস ছাড়া । বাঙালির কাছে তা কল্পনাতীত । তাই বছরের প্রথম দিনেই বুড়ো আঙুল সরকারি নির্দেশিকাকে । সামাজিক দূরত্ব বজায় না রেখেই কোচবিহারের বিভিন্ন বাজারে ভিড় মানুষের ।

প্রত্যেক বছর আজকের দিনে নতুন বছরকে আগামন জানায় বাঙালি । একপ্রকার উৎসবেই মেতে ওঠে । মাছ থেকে শুরু করে মাংস-সহ এলাহি খাবার দাবারের আয়োজন হয় প্রায় সব বাঙালির ঘরে । তার জন্য সকাল থেকেই বাড়ির কর্তারা ব্যাগ নিয়ে বেরিয়ে পড়ে বাজারে । তবে , এবছর তাতে ছেদ পড়তে চলেছিল বলেই মনে করছিল অনেকেই । কারণ ভাইরাসের আতঙ্ক ৷ কিন্তু কোচবিহারের বিভিন্ন বাজারে গেলে সেই ধারণা এক নিমেষে ভেঙে যাবে ।

আজ সকাল থেকেই কোচবিহারের বিভিন্ন বাজারে মানুষের ভিড় । সামাজিক দূরত্ব বজায় না রেখেই মাছ-মাংস, সবজি কিনছে মানুষ । কোরোনা নিয়ে সামান্য আতঙ্ক নেই কারও মধ্যে । তাই সচেতনও নয় কেউ । আসলে বছরে এই একটা বারই তো সুযোগ আসে নতুন বছরকে আগমন জানানোর । মানুষ সচেতন নন বলেই হয়তো তাঁধের ধারণা, সামান্য কোরোনার জন্য সেই সুযোগ কি ছাড়া যায় ?

কোচবিহার জেলা ব্যবসায়ীর সমিতির সম্পাদক চাঁদমোহন সাহা বলেন, "ক্রেতারা ভিড় করে বাজার করছে । একেবারেই সামাজিক দূরত্ব মানছে না ।" একই কথা বলতে শোনা গেল কোচবিহার পৌরসভার চেয়ারম্যান ভূষণ সিংহকে । তিনি বলেন, "বাসিন্দাদের বিভিন্নভাবে সচেতন করা হচ্ছে । তবুও কেউ মানছে না ।"

ABOUT THE AUTHOR

...view details