দিনহাটা, 18 জুন : প্রথম দফার চেয়ে দ্বিতীয় দফায় করোনায় বেশি ভোগান্তি হয়েছে দেশবাসীর ৷ এর পর তৃতীয় ঢেউ আসবে বলে বিজ্ঞানীরা পূর্বাভাস দিচ্ছেন ৷ আর সেই সময় শিশুরা সবচেয়ে ক্ষতিগ্রস্ত হতে পারেন বলে আশঙ্কা করা হচ্ছে ৷ তাই আগে থেকেই পর্যাপ্ত স্বাস্থ্য় পরিকাঠামো গড়ে তুলতে উদ্যোগী হয়েছে রাজ্য ও কেন্দ্রীয় সরকার ৷
তার মধ্যে কোচবিহারের দিনহাটা মহকুমা হাসপাতালে শিশুদের চিকিৎসার জন্য বিশেষ ব্যবস্থা করা হচ্ছে ৷ হাসপাতাল সূত্রে খবর, সেখানে কোভিড ওয়ার্ডে পেডিয়াট্রিক ইনটেনসিভ কেয়ার ইউনিট তৈরি করা হচ্ছে ৷ স্থানীয় বেসরকারি সংস্থা ও ব্যবসায়ীদের নিয়ে এই কাজ করানো হচ্ছে ৷ দিনহাটা মহকুমা হাসপাতালের সুপার ড. রণজিৎ মণ্ডল জানান, দিনহাটা মহকুমা হাসপাতালে এই ভাবে পরিকাঠামো গড়ার উদ্যোগ রাজ্যে আগে হয়েছে কি না জানা নেই ।
আরও পড়ুন :ভ্যাকসিন নিয়ে স্বজনপোষণ করছে সরকার, অভিযোগ বিজেপি নেতার
জানা গিয়েছে যে বেসরকারি সহায়তায় সরকারি হাসপাতালে পেডিয়াট্রিক ইনটেনসিভ কেয়ার ইউনিট তৈরি করতে মূল উদ্যোগ নিয়েছেন দিনহাটা পুরসভার প্রশাসক উদয়ন গুহ ৷ তিনি বিষয়টি নিয়ে রাজ্যের স্বাস্থ্য় দফতরের সঙ্গে কথা বলেছেন ৷ চলতি সপ্তাহেই কাজ শুরু হয়ে যাবে ৷ প্রাথমিকভাবে 50 লক্ষ টাকা বাজেট ধরা হয়েছে বলে হাসপাতাল সূত্রে খবর ৷
উদয়ন গুহ বলেন, ‘‘করোনার তৃতীয় ঢেউয়ে যাতে শিশুদের চিকিৎসা নিয়ে কোনও সমস্যা না হয়, তাই দিনহাটা মহকুমা হাসপাতালে শিশুদের জন্য কোভিড ওয়ার্ড খোলা হচ্ছে ।’’
আরও পড়ুন :গেম চেঞ্জার হয়ে উঠতে পারে বায়োলজিক্যাল-ই-র করোনা টিকা
যদিও সরকারি তরফেও করোনার তৃতীয় ঢেউ মোকাবিলায় এখন থেকেই পদক্ষেপ করা শুরু হয়েছে ৷ রাজ্যের বিভিন্ন মেডিক্যাল কলেজ ও জেলা হাসপাতালে পরিকাঠামো তৈরির কাজ শুরু হয়েছে । পরের ধাপে মহকুমা হাসপাতালগুলিতে কোভিড চিকিৎসার পরিকাঠামো তৈরির কাজ শুরু হবে ৷ তার আগেই শিশুদের করোনা চিকিৎসার ব্যবস্থা হল দিনহাটা মহকুমা হাসপাতালে ৷